আগেই ধারণা ছিল, এবার এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বাংলাদেশ দলের অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ ফরোয়ার্ড পুস্কর ক্ষিসা মিমো।
গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষিত দলে তিনিই দলের কাপ্তান হয়েছেন। ১৮ জনের মূল স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড় ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন।
২০০৯ থেকে জাতীয় দলের হয়ে মিমো খেলেছেন শতাধিক ম্যাচ। ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপে ছিলেন সহঅধিনায়ক। অধিনায়কের দায়িত্ব পেয়ে বলেন, ‘জাতীয় দলে অধিনায়ক হওয়া বড় সম্মানের। অধিনায়কত্ব পেয়ে দায়িত্ব আরও বেড়েছে। এবারও যেন দল চ্যাম্পিয়ন হয়, সেই চেষ্টা করবো।’
জাতীয় দল চূড়ান্ত হয়েছে কয়েক ধাপে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেটা কমিয়ে ২৪ জনে আনা হয়। এরপর আজ চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ। ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এএইচএফ কাপ, এটা এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ দল : হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।