ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভুটানি লিগে খেলতে থিম্পুতে সাবিনারা

ভুটানি লিগে খেলতে থিম্পুতে সাবিনারা

ঈদের ছুটির পর শুরু হয়েছে জাতীয় নারী ফুটবলারদের ক্যাম্প। ব্রিটিশ কোচ বাটলার ফিরবেন আজ। তবে ক্যাম্প শুরু হলেও দেশের বাহিরে মেয়েদের জাতীয় লিগে খেলতে গতকাল সকালে ভুটানের থিম্পুতে গেছেন চার নারী ফুটবলার। এরা হলেন- সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া। লিগে তারা খেলবেন পারো এফসি’র হয়ে। তবে ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তি করা মাসুরা পারভীন ও রুপনা চাকমা খেলবেন ট্রান্সপোর্ট উইনাইটেডের হয়ে। তারা আজকালের মধ্যে যাবেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে। এই ক্লাবে সাগরিকার খেলার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত