ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের

জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের

প্রায় চার বছর আগে আবুধাবির টি-টেন লিগে খেলার সময় উপহার হিসেবে একটি আইফোন পেয়েছিলেন নাসির হোসেন। সেই উপহারই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ফোনের বিষয়টি আমিরাতের দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাননি। এতে আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার। ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। অর্থাৎ দেড় বছর কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেয়ার অনুমোদন ছিল না তার। শাস্তির শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় এ অলরাউন্ডারকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভোগ করেছেন। ৭ এপ্রিল থেকেই তিনি ক্রিকেট খেলার জন্য আবার ছাড়পত্র পেয়েছেন।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরদিনই মাঠে নেমে পড়েন নাসির হোসেন। গত রোববার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলের জয়ে রাখলেন বল হাতে অবদান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাসির খেলতে নামেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। তার দল টস জিতে আগে ফিল্ডিং বেছে নেয়ার পর বোলিং আক্রমণের সূচনা করেন তিনি। ১০ ওভারের কোটা পূরণ করে মাত্র ৩১ রান খরচায় নেন ১ উইকেট। এরপর ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি। তিনি নেমে ১১ বল খেলে আউট হয়ে যান ৯ রানে। তাতে অবশ্য সমস্যা হয়নি রূপগঞ্জ টাইগার্সের। ১৬০ রানের মামুলি লক্ষ্য তাড়ায় ৯৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দলটি। সাত বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার ম্যাচের পর জানালেন, এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন তিনি। তবে সুযোগ না পাওয়ার জন্য আগের নির্বাচক কমিটির দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী নাসির গণমাধ্যমকে জানান লম্বা সময় পর মাঠে ফেরার সুখকর অনুভূতি, ‘অবশ্যই ভালো লাগছে। যে জিনিসটা মিস করছিলাম ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগছে অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো!’ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা এখনও ছাড়েননি তিনি, ‘যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি, অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন।’

জাতীয় দলে ফিরতে না পারার পেছনে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের আগের নির্বাচক কমিটিকে দায়ী করেন নাসির, ‘যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর কিন্তু ‘এ’ দল বা বাংলা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।’

২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন নাসির। ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে ও ১২০ স্ট্রাইক রেটে ৩৬৬ রান নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৪.০৬ গড়ে ও ৬.৮১ ইকোনমিতে ১৬ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান ছিল দুইয়ে। সুযোগের ঘাটতি নিয়ে নাসির যোগ করেন, ‘আপনি যখন নির্বাচক প্যানেলে থাকবেন... যদি বাইরের দেশে দেখেন, দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলায়। ধরুন, আমি নির্বাচক হিসেবে আছি। আমার চোখে; কিন্তু সবাইকে সমান ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। দুই বছর পরপর বদলালে, আমার চোখে যাকে ভালো লাগত না, অন্য কারও চোখে তাকে ভালো লাগতেও পারে। আপনি যদি এখন ৯-১০ বছর ধরে একই জায়গায় থাকেন, যাকে ভালো লাগবে না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল প্রায়! আমি মনে করি, আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি যদি পাঁচটা সুযোগ পাই, বাকিদেরও পাঁচটা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় যেন, ওরা ২০টা সুযোগ পেল, আমি পাঁচটা সুযোগ পেলাম।’ নিষেধাজ্ঞার সময়টা কেমন কেটেছে জানতে চাইলে নাসির বলেন, ‘দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস (নির্ভার আনন্দ) ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ্?। খেলা মিস করেছি ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম।’

নিষেধাজ্ঞার সময়ে দুইটি ঢাকা প্রিমিয়ার লিগ, দুটি বিপিএল মিস করেছেন। এজন্য নিজেকে আনলাকি মনে হয় নাসিরের। নিষিদ্ধ হওয়ার আগেই জাতীয় দলের অনেক দূরে চলে যাওয়া এই ক্রিকেটার জানালেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন ছাড়েননি, ‘আমার মনে হয় যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত