ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফিলিস্তিনে গণহত্যায় কাঁদছেন ক্রীড়াবিদরা

ফিলিস্তিনে গণহত্যায় কাঁদছেন ক্রীড়াবিদরা

ফিলিস্তিন যেন এক বধ্যভূমি। ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা অঞ্চলে বোমার আঘাতে উড়ছে মানুষের মৃতদেহের খণ্ড খণ্ড অংশ। ক্রমাগত হামলার মুখে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মুসলমানদের অন্যতম পবিত্র এই ভূখণ্ড। কেবল গাজা অঞ্চলে গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে ৪৯০ শিশু। আর সবশেষ ১৮ মাসে প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ফিলিস্তিনি নাগরিক।

ফিলিস্তিনে এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। সারা বিশ্বের অসংখ্য দেশের মতো বাংলাদেশেও এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। এরই মাঝে আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এমন এক মিছিলে সবাইকে সমবেত হওয়ার আহ্বানও জানিয়েছেন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া এই ক্রিকেটার।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনিবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’ এর আগে গ্রাফিকাল ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের জন্য। তাদের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণী ফুটে উঠেছে তার লেখায়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলাররা।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গত বছর মার্চে ঢাকা এসেছিল ফিলিস্তিন। ওই সময়ের ছবি উল্লেখ করে জামাল লিখেছেন, ‘তোমরা আমাদের হৃদয়ে আছো প্রতিদিন। প্রার্থনা করি সুদিনের আশায়।’

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন একটা প্ল্যাকার্ডের ছবি দিয়ে লিখেছেন, ‘ফিলিস্তিনের জন্য আমরা সবাই এক।’ সানজিদা আক্তার লিখেছেন, ‘ফ্রি গাজা ফ্রি প্যালেস্টাইন।’ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ একটি পোস্টারে ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা যুক্ত করে লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক এই প্রার্থনা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত