চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তবে রঙিন পোশাকে নয়, সাদা পোশাকের অভিজাত সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষে মৌসুমের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিকরা। তার সপ্তাহ খানেকেরও বেশি আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী দল গঠন করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ। তার পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। চোটের কারণে সবশেষ উইন্ডিজ সিরিজে না থাকা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়ে।
উইন্ডিজে ওই সিরিজে নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজ এবার সহ-অধিনায়ক। দলে আছেন মুশফিকুর রহিম। অন্য দুই ফরম্যাটকে বিদায় বলা মুশফিক এখন থেকে শুধু টেস্টেই খেলবেন। শান্তর মতো এই সিরিজ তারও কামব্যাক এর মিশন। চোটের কারণে সবশেষ উইন্ডিজ সিরিজের টেস্টে খেলা হয়নি মুশফিকের।
ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অফ স্পিনার নাঈম হাসান। পাকিস্তান সুপার লিগে খেলতে ছুটি পাওয়া লিটন কুমার দাসের না থাকা নিশ্চিত ছিল আগে থেকেই। মঙ্গলবারই দেশ ছেড়েছেন তিনি। কিপার-ব্যাটসম্যান হিসেবে জাকের আলি ছাড়াও স্কোয়াডে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন হাসান মুরাদ, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন। ক্যারিবিয়ান সফরের দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই জায়গা হারালেন বাঁহাতি স্পিনার মুরাদ।
শান্তর ইনজুরির কারণে উইন্ডিজ টেস্ট দলে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন দিপু হতাশ করেছেন। পারফরম্যান্স না থাকায় এবার বাদ পড়তে হলো তাকে। এছাড়া ওই সিরিজে কোন টেস্ট না খেলেই বাদ পড়েছেন হাসান মুরাদও। পায়ের পুরোনো চোটের সঙ্গে লড়ছেন তাসকিন। বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, ‘আপাতত বাম পায়ের একিলিস টেন্ডন টিস্যুর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তাসকিন। এই সিরিজ তিনি খেলতে পারবেন না।’ প্রথমবার ডাক পাওয়া তানজিম এর মধ্যে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। প্রথমশ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ ম্যাচে তার শিকার ২৫ উইকেট। গত জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচ খেলে কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন তিনি।
পেস বিভাগে তানজিম ছাড়াও থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ। প্রথম টেস্টের পর পিএসএল খেলতে চলে যাবেন নাহিদ। সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল গঠনের কারণ ব্যাখা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দেশের মাঠে গত এক বছরের বাজে পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতেই মূলত এমন দল গড়া। লিপু বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সেকারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
বিসিবির ভিডিওবার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে চোটের কারণে বাইরে জাতীয় দলের বাইরে থাকা ইবাদত হোসেন চৌধুরিকে বিবেচনায় রেখেছেন তারা। আপাতত ফিজিও ও ট্রেনারের পর্যবেক্ষণে আছেন তিনি। সবুজ সংকেত পেলেই দলে ফেরানো হবে তাকে। স্পিনে দুই নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে এই ম্যাচের জন্য ফেরানো হয়েছে নাঈমকে। জাতীয় লিগের সবশেষ আসরে ৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন চট্টগ্রামের অফ স্পিনার।
তিনজন ওপেনার, তিন জন স্পিনার এবং ৪ জন পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কনকাশনের বিষয়টি মাথায় রেখে এমন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরণের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে সেখানেও একজন রাখে। সেকারণে আমাদের স্কোয়াডটা আমরা ১৫ জনের করেছি।’ লিটন দাস না থাকায় ছয় কিংবা সাতে দেখা যেতে পারে জাকের আলী অনিক কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনকে। দুজনেই টেস্টে নবাগত। কে খেলবেন এটা বাছাইয়ের জন্য ম্যানেজম্যান্টকে মধুর সমস্যায় পড়তে হবে বলে মনে করেন আশরাফ।
‘৬ বা ৭ এ লিটন দাস না থাকাতে এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে। পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চারজন পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সব মিলিয়ে ১৮টি টেস্ট খেলেছে। তাতে শান্তরা জয় পেয়েছেন ৮টিতে আর হেরেছেন ৭টিতে। ৩টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। সেবার ধবলধোলাই হয় সফরকারীরা। এরপর ২০২১ সালে বাংলাদেশ জিম্বাবুয়েতে খেলতে যায়। সেবারও জয়ী দলের নাম বাংলাদেশ। দুই টেস্ট খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরু ২৮ এপ্রিল।
বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান।