বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে আরও একটি উত্তেজনার ম্যাচ দেখতে যাচ্ছে দর্শকরা। যার উত্তাপ ছড়িয়ে পড়েছে আগেই। আগামীকাল শনিবার বসুন্ধরার মাঠে স্বাগতিক কিংসের মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান স্পোটিং ক্লাব। তবে কিংস অ্যারেনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চিঠি দিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি জানিয়েছে সাদাকালো খ্যাত দলটি। চিঠি আমলে নিয়ে নড়েচড়ে বসেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। কিংস অ্যারেনায় নিরাপত্তা বাড়াতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করেছে বাফুফে।
জাতীয় দলের ক্যাম্প ও ঈদুল ফিতরের জন্য ৪৮ দিন পর ফের আজ শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগের ১১তম রাউন্ডের খেলা। সবশেষ ২২ ফেব্রুয়ারি লিগের দশম রাউন্ডের খেলা শেষ হয়েছিল। আজ ঢাকার বাইরের দুই মাঠে দুটি ম্যাচ হবে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের মোকাবিলা করবে চট্টগ্রাম আবাহনী এবং গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে পুলিশের সঙ্গে লড়বে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দুটো ম্যাচই শুরু হবে বেলা সাড়ে তিনটায়। পরদিন অবশ্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শনিবার তিন ম্যাচের মধ্যে বড় লড়াই বর্তমান চ্যাম্পিয়ন কিংস ও মোহামেডানের। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সাদা কালোরা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিংস। তবে দ্বিতীয়স্থানে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ২৩। লিগের প্রথম লেগে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছিল কিংস। এই ম্যাচটি অবশ্যই তাদের জন্য প্রতিশোধের। তবে তার আগে কিংস অ্যারেনার নিরাপত্তাহীনতা নিয়ে দু’বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চিঠি দিয়েছিল মোহামেডান। কারন মৌসুমসূচক টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের ফাইনালে দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের কারণেই এগিয়ে থেকেও হেরেছিল বলে সাদাকালো শিবিরের অভিযোগ। এ নিয়ে স্বাগতিক দর্শকদের আচরণকে দুষেছেন তারা। ২২ নভেম্বরের পর সেই মাঠে আবার কিংস ও মোহামেডান লড়াই। এর আগে চিঠি দিয়ে কোনো জবাবই পায়নি সাদা-কালোরা। এবার বাফুফে সভাপতি বরাবর চিঠি দেওয়ায় দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির ঘুম ভেঙেছে। শনিবারের ম্যাচে কিংস অ্যারেনায় আবার কোনো অঘটন যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বাফুফে। জানা গেছে, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সই করা ওই চিঠিতে পুলিশ কমিশনারের কাছে স্টেডিয়ামে পুলিশ সদস্য বাড়ানোর অনুরোধ করা হয়েছে। কমিশনারকে দেওয়া এই চিঠির অনুলিপি ভাটারা থানাকেও দেয়া হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে। এই ম্যাচটি কিংস-মোহামেডান দুইদলের জন্যই গুরুত্বপূর্ণ। কিংস হারলে এক প্রকার ছিটকে পড়বে লিগ থেকে। মোহামেডান জিতলে শিরোপা জয়ের সম্ভাবনা আরো বাড়বে তাদের। মোহামেডান হারলে কিংসের সঙ্গে হাসি ফুটবে আবাহনীর মুখেও।