ঢাকা বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘সন্দেহজনক’ আউটের তদন্ত শুরু করছে বিসিবি

‘সন্দেহজনক’ আউটের তদন্ত শুরু করছে বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে একটি স্ট্যাম্পিং আউট নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্ট্যাম্পিং আউট হওয়ায় শাইনপুকুর দলের মিনহাজুল সাব্বির সমালোচিত হচ্ছেন। ওদিকে এমন কাণ্ড দেশের ক্রিকেটে হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন থামানোর উদ্যোগ নিতে দেরি করেনি বিসিবি। ঘটনার একদিন পর বিসিবি থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় শাইনপুকুর ও গুলশান স্পোর্টস ক্লাবের ম্যাচের ওই ঘটনা নিয়ে তদন্ত করবে বিসিবির আকসু।

তদন্ত শুরুও করেছে বিসিবি। গতকাল বৃহস্পতিবার বিসিবির অ্যাকাডেমির মাঠে বোর্ডের আকসুর দুজন সদস্য বুধবারের ম্যাচের ওই ঘটনার দুই কুশীলবকে নিয়ে আসে। একটি উইকেটে নিয়ে তাদের ওই স্ট্যাম্পিংয়ের পুনরাবৃত্তি করান। এমনটাই জানিয়েছেন ডিপিএল কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল। রুবেল আরও জানিয়েছেন, ‘আপনারা বিসিবি থেকে এরই মধ্যে একটা বিবৃতি পেয়েছেন। যা হয়েছে সেটা আমি, আপনি শুধু না, ক্রিকেট একটুও যারা বুঝে তারা সবাই দেখেছে। এটার তদন্ত হচ্ছে।

আজকে থেকেই কাজ শুরু করেছে বিসিবির আকসু। এটুকু বলতে পারি এটা যেহেতু প্রকাশ্যে চলে এসেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও এরপর যা করণীয় তা হবে। কারণ এটা এখন আর সিসিডিএমের হাতে নেই। এটা বিসিবির আকসুর হাতে। ওরা তদন্ত করে যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা মেনে নেব।’ বিসিবির বিবৃতিতে বলা হয়- ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান এবং খেলায় সততা বজায় রাখার লক্ষ্যে বিসিবি তাদের প্রতিশ্রুতির কথা বারবার বলে আসছে। যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের। কারণ এসব ঘটনা ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।

গত বুধবার ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট উসকে দিয়েছে নতুন এই বিতর্ক। দলের জয় থেকে যখন মাত্র ৬ রান দূরে, তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হয়েছেন তা নিয়ে চলছে চর্চা। টিভি ফুটেজে দেখা যায় ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিনহাজুল সাব্বির। এরপরই তিনি স্ট্যাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও হেরে যায় ম্যাচটি।

এ নিয়ে বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে, ‘আকসু এবং লিগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটি ম্যাচে অভিযুক্ত অনিয়ম নিয়ে শিগগিরই তদন্ত শুরু করেছে। বিসিবি নিজেদের এখতিয়ারের ভেতর খেলায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তে এ নিয়ে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’ এর আগে দ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক সাব্বির আহমেদ বলেছিলেন, ‘আমরা দিনের সর্বশেষ উইকেটের ফুটেজটি দেখেছি। এগুলো পুরোপুরিনির্ভর করে ম্যাচ রেফারির ওপর। আম্পায়াররা তাদের ম্যাচ রিপোর্ট দেবে। এরপর একটা রিপোর্ট করবে ম্যাচ রেফারি। সেখানে যদি কোনো অভিযোগ আনার বিষয় থাকে, তখন অ্যান্টি করাপশন ইউনিট দেখবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত