ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

এবার হলিউডে নাম লিখছেন রোনালদো

এবার হলিউডে নাম লিখছেন রোনালদো

ফুটবল ছাড়ার পর কোচিংয়ে আসতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে ফ্যাশন, পারফিউম, ফিটনেস আর হোটেল ব্যবসায় নিজের ব্র্যান্ডকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। গত বছর চালু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। চালুর ঘণ্টাখানেকের মধ্যেই ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ আর অনুসারীর রেকর্ড ভেঙে ফেলেন রোনালদো।

এবার তিনি ঝড় তুলতে আসছেন হলিউডে। খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো। এই প্রোডাকশন হাউস থেকে তৈরি হবে অ্যাকশন মুভি।

রোনালদো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায় এটা, ব্যবসায়িক নতুন উদ্যোগের দিকে তাকিয়ে থাকা অধ্যায়টি উত্তেজনারও।’ একই বিবৃতিতে ম্যাথিউ ভন জানিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না। আমি তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা তৈরি করতে মুখিয়ে আছি, সত্যিকারের সুপারহিরো সে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত