দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী বনাম মোহামেডান দ্বৈরথ ঐতিহাসিক ও রোমাঞ্চকর। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। কালের পরিক্রমায় কিছুটা উত্তাপ কমলেও এখনও আবাহনী-মোহামেডান লড়াইয়ের বেশ আবেদন রয়েছে। ঢাকা ডার্বিতে আজ মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ঢাকা ডার্বির আগে গতকাল শুক্রবার দুই দলই নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে। এই ম্যাচের আগে আলোচনায় মুশফিকুর রহিম। তাকে ম্যাচটি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহামেডান টিম ম্যানেজমেন্ট থেকে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ডিপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে শীর্ষ অবস্থানে আবাহনী। হান্নান সরকারের দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট দখলে রেখেছে নম্বর ওয়ান স্পট। সমান সংখ্যাক ম্যাচ খেলে মোহামেডানের অর্জন ১৬ পয়েন্ট, তারা দুইয়ে অবস্থান করছে। ফলে কারণে উভয় দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী বনাম মোহামেডান দ্বৈরথ ঐতিহাসিক ও রোমাঞ্চকর। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। কালের পরিক্রমায় কিছুটা উত্তাপ কমলেও এখনও আবাহনী-মোহামেডান লড়াইয়ের বেশ আবেদন রয়েছে। ঢাকা ডার্বিতে আজ মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ঢাকা ডার্বির আগে গতকাল শুক্রবার দুই দলই নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে। এই ম্যাচের আগে আলোচনায় মুশফিকুর রহিম। তাকে ম্যাচটি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহামেডান টিম ম্যানেজমেন্ট থেকে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ডিপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে শীর্ষ অবস্থানে আবাহনী। হান্নান সরকারের দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট দখলে রেখেছে নম্বর ওয়ান স্পট। সমান সংখ্যাক ম্যাচ খেলে মোহামেডানের অর্জন ১৬ পয়েন্ট, তারা দুইয়ে অবস্থান করছে। ফলে কারণে উভয় দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দুই দলই বেশ ভালো খেলেছে। আবাহনীর পক্ষে বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন আছেন ফর্মের তুঙ্গে। মাত্র ১৫ বলে দ্রুততম হাফসেঞ্চুরির নতুন রেকর্ড গড়া এ বাঁহাতি ওপেনার ১০ ম্যাচে ৫৩৩ রান করেছেন। রান তোলায় এখন তিন নম্বরে অবস্থান করছেন তিনি।
এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স (১৯ উইকেট ও ৩৪৩ রান) আবাহনীর সবচেয়ে বড় আস্থা ও নির্ভরতার জায়গা। এবারের লিগে মোসাদ্দেকই ছিলেন আবাহনীর প্রধান চালিকাশক্তি। ব্যাট ও বল হাতে দলের প্রয়োজনে সেরা পারফর্ম করেছেন এ অলরাউন্ডার। ব্যাটারদের মধ্যে মোহাম্মদ মিঠুন (৯ ম্যাচে ৩৩৬ রান) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (৮ ম্যাচে ২৮২ রান) মোটামুটি পারফর্ম করেছেন।
বোলারদের মধ্যে আবাহনীর সবচেয়ে সফল পারফরমার বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ২১ উইকেট দখল করে রাকিবুল এখন উইকেট শিকারে দ্বিতীয়।
অন্যদিকে মোহামেডানের সবচেয়ে বড় আফসোস ও অনুশোচনার নাম তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের আগে দু-দুটি ম্যাচ জেতানো শতক উপহার দিয়ে ৭ ম্যাচে ৩৬৮ রান করে ফেলেছিলেন মোহামেডানের প্রধান ভরসা। তামিমের অসুস্থতাজনিত অনুপস্থিতির পর মোহামেডান ব্যাটিংয়ের হাল ধরেছেন মূলত দুজন-মাহিদুল ইসলাম অঙ্কন (১০ ম্যাচে ৩৮৩ রান) এবং অধিনায়ক তাওহিদ হৃদয় (৭ ম্যাচে ৩৬৫ রান)। এছাড়া ওপেনার রনি তালুকদার (৩১০ রান) ও মেহেদী হাসান মিরাজও (২৪৪ রান) মাঝেমধ্যে ব্যাট হাতে জ্বলে উঠে দলকে এগিয়ে নিতে রেখেছেন কার্যকর অবদান।
তবে দুই সিনিয়র ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (৭ ম্যাচে ১৭৩ রান) আর মাহমুদউল্লাহ রিয়াদ (৪ ম্যাচে ব্যাট করে ৩৩ রান) সে তুলনায় নিষ্প্রভ।কার্যকর অবদান রাখতে ব্যর্থ হয়েছেন তারা। সে তুলনায় মোহামেডান বোলাররা অনেক বেশি ভালো বল করেছেন। সমীহ আদায়ের পাশাপাশি সাফল্যও বয়ে এনেছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বোলিং লাইন আপে।
এ বাঁহাতি স্পিনার ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি। এছাড়া মেহেদী হাসান মিরাজ (৮ ম্যাচে ১৫ উইকেট), আরিফুল ইসলাম রনি (৭ ম্যাচে ১১ উইকেট), বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ (৭ ম্যাচে ১০ উইকেট) আর পেসার এবাদত হোসেনও (৬ ম্যাচে ৯ উইকেট) ব্যাকআপ করেছেন বেশ। সব মিলে মোহামেডান বোলাররা রান ডিফেন্ডিংয়ে তুলনামূলক সফল। এই ম্যাচের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পূর্ববর্তী ক্যাম্প পিছিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে এই ম্যাচে। খেলা শেষেই তারা সিলেটে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।