ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি সালাহ

মোহাম্মদ সালাহ কি লিভারপুলে থাকবেন? মৌসুম জুড়েই ছিল প্রশ্নটা। মৌসুমের অর্ধেক পেরিয়ে গেলেও নতুন চুক্তি হচ্ছিল না সালাহ-লিভারপুলের। অবশেষে জল্পনার অবসান। গতকাল শুক্রবার আরও দুই বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন সালাহ। সেই চুক্তির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ মিনিটে নাটকীয় তিনটি পোস্টে জানিয়েছে লিভারপুল। প্রথম পোস্টে ছিল মাঠে লালগালিচার ওপর একটি চেয়ার। দুই মিনিট পর দ্বিতীয় পোস্টে লিভারপুলের জার্সি গায়ে সেই চেয়ারে বসে হাসছেন মোহাম্মদ সালাহ। ক্যাপশনে লেখা, ‘তিনি থাকছেন।’ দুই মিনিট পর তৃতীয় পোস্টে বিবৃতিসহ সালাহর থাকাটা নিশ্চিত করে লিভারপুল। নতুন চুক্তিতে বেতন বাড়ছে সালাহর। এতদিন সপ্তাহে তার বেতন ছিল ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। নতুন চুক্তিতে তিনি সপ্তাহে ৪ লাখ পাউন্ড পাবেন বলে জানিয়েছে মিসরীয় কয়েকটি দৈনিক। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হলান্ডের পর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন সালাহ। ম্যানসিটিতে হলান্ড সপ্তাহে পান ৫ লাখ পাউন্ড। সালাহর মতো ম্যানসিটির কেভিন ডি ব্রুইনার বেতনও সপ্তাহে ৪ লাখ পাউন্ড। নতুন চুক্তির পর লিভারপুলের ওয়েবসাইটকে সালাহ বলেছেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করেছি। কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে আর নিজের খেলাটা উপভোগ করতে পারব। আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব। আট বছর খেলেছি, আশা করি, এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি।’ এএস রোমা থেকে ২০১৭ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। লিভারপুলের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও, ৩৯৩ ম্যাচে করেছেন ২৪৩ গোল। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সালাহর গোল সবচেয়ে বেশি (২৮৩ ম্যাচে ১৮২ গোল)। এবারের প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে সালাহ করেছেন ২৭ গোল। পাশাপাশি অ্যাসিস্ট ১৭টি। এমন একজনকে কীভাবে হেলায় ছেড়ে দেয় লিভারপুল? অধিনায়ক ভার্জিল ফন ডাইকের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে লিভারপুল। তবে ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডকে তারা রিয়াল মাদ্রিদে যেতে দিচ্ছে বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত