যথেষ্ট পড়াশোনা করতে পারেননি বলে ইংরেজিতে কথা বলায় পারদর্শী নন মোহাম্মদ রিজওয়ান। যে কারণে প্রায়ই উপহাসের শিকার হতে হয় পাকিস্তান দলের অধিনায়ককে। তবে এসবকে তিনি পাত্তা দেন না। এই উইকেটকিপার-ব্যাটার বলেন, তার কাছে থেকে দলের চাওয়া শুধুই মাঠের পারফরম্যান্স। এমনিতেই ক্রিকেটারদের নানা সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়। সেখানে রিজওয়ান তো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক। পিএসএলে মুলতান সুলতান্সকেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাই প্রায়ই তাকে ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনে আসতে হয়। সেখানে বেশিরভাগ সময় প্রশ্নের উত্তর দিতে হয় ইংরেজিতে। রিজওয়ানের ইংরেজিতে কথা বলার নানা ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে নিয়ে করা হয় পরিহাস। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে কথা বলেন তিনি। ‘আমি এসবকে (সামাজিক মাধ্যমে উপহাস) পাত্তা দেই না। একটা বিষয় নিয়ে আমি গর্বিত, সেটা হলো, আমি যা বলি মন থেকে বলি। আমি ইংরেজি জানি না। আমার একমাত্র আফসোসের কারণ হলো, আমি যথেষ্ট পড়াশোনা করতে পারিনি। তবে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও যে ইংরেজি বলতে পারি না, এটায় আমি একবিন্দুও লজ্জিত নই।’