আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি, যা একই সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল রাতে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। তার জাতীয় হকি দলের সংবাদ সম্মেলন, জার্সি উন্মোচন ও ফটোসেশন করা হয়েছে। গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি বলেন, ‘হকি হচ্ছে এমন এক প্ল্যাটফরম, যার মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশমঞ্চে তুলে ধরতে পারব। তাই এটা তোমাদের (খেলোয়াড়) ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা তোমাদের সব কিছু (ট্রেনিং, জার্সি, পরিবহন, কোচ) ব্যবস্থা করে দিতে পারব। কিন্তু খেলতে হবে তোমাদের। খেলার সময় যে স্পিড বা জোশ সেটা আনতে হবে।’ অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন, ‘হকি ফেডারেশন এই টুর্নামেন্টের প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন করেছে। অতীতে আমরা এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছি। কোনো চাপ নেই। আমরা সব কিছু বিবেচনা করে খুবই আশাবাদী, এবারও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারব। আগামীতে তোমরাই হকি বিশ্বকাপে লাল-সবুজের পতাকা উড়াবে, এটা আমার বিশ্বাস।’ এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দশ দলের এ প্রতিযোগিতায় আরও অংশ নেবে ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। এশিয়া কাপ ২০২৫-এর কোয়ালিফাইয়ার হিসেবে বিবেচিত হয় এ টুর্নামেন্টটি। এর জন্য গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনুশীলন ক্যাম্পে ছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা।