বড় প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন লিটন দাস। তবে রাজ্যের হতাশা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আসর শুরুর আগেই চোটের কারণে পিএসএল অধ্যায় শেষ হয়ে গেছে তার। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে টাইগার এই উইকেটকিপার ব্যাটারকে। স্বাভাবিকভাবেই পিএসএল থেকে শূন্য হাতে ফিরে লিটন বেশ হতাশ। তবে পিএসএল ঘিরে নিজের মুগ্ধতার কথাও জানালেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পরিবেশ খুবই ভালো। বড় বড় খেলোয়াড়রা ওখানে থাকে, সুযোগ-সুবিধাও খুব ভালো। আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিন। একদিন প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটিজ খুব ভালো। কিছু ম্যাচ থাকতে পারলে ফ্যাসিলিটি নিয়ে আরও বলতে পারতাম। যতটুকু বুঝেছি, দল হিসেবে খুবই গোছানো। প্র্যাকটিস থেকে সবকিছুই গোছানো।’
‘আইপিএল তো সবাই জানে ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শীর্ষ একটা লিগ। পিএসএলে ২-১টা ম্যাচ থাকলে বুঝতে পারতাম গ্রাউন্ডের পরিস্থিতি কী। তবে টিম, প্র্যাকটিস ফ্যাসিলিটি সব দিক দিয়ে ভালো’ আরও যোগ করেন লিটন। পাকিস্তানে গিয়ে লিটন আরও একটা বিষয় টের পেয়েছেন, পেস সেনসেশন নাহিদ রানাকে নিয়ে কতটা আগ্রহী সবাই। বলছিলেন, ‘পাকিস্তানের এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের খোঁজ নিয়েছে। পিএসএল পাকিস্তানের জন্য অনেক বড় একটা ভাইব। বাংলাদেশি খেলোয়াড়রা ওখানে গেলে কথাবার্তা বলে। বিশেষ করে রানার (নাহিদ রানা) কথা বেশি বলে। রানা পাকিস্তানে টেস্টে খুব ভালো বোলিং করেছে। রানাকে খুব ভালোমতো চেনে ওরা। ওগুলোই কথা হচ্ছিল, কবে আসবে না আসবে।’