আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাওহীদ হৃদয়। তার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আপিল করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে উল্টো শাস্তির মেয়াদ আরও বেড়েছে হৃদয়ের। ১ ম্যাচ থেকে বেড়ে তার নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ২ ম্যাচে। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে তাকে আরও ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আবাহনীর বিপক্ষে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় প্রাথমিকভাবে ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হৃদয়। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অশোভন ভাষা ব্যবহারের জন্য আরও ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে। তাই নিষেধাজ্ঞা হয়ে যাচ্ছে ২ ম্যাচের। আবাহনীর বিপক্ষে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ, এবাদত হোসেনের একটি আবেদন নাকচ করলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন হৃদয়। এক পর্যায়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় হুমকি দেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশাআল্লাহ।’ হৃদয় আরও বলেছিলেন, ‘তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। তারাও ভুল করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তারা ভুল করতেই পারেন, মানুষমাত্রই ভুল করে, আমরাও করব! কিন্তু আমার কাছে মনে হয়, ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি, আমিও স্বীকার করব।’