সান্তোস ও ফ্লুমিনেন্সের ম্যাচের আগে মারাকানা স্টেডিয়ামে দেখা গেল এক হৃদয়ছোঁয়া দৃশ্য দুই ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এবং থিয়াগো সিলভা কোলাকুলি করছেন, হাসিমুখে কথা বলছেন পুরনো দিনের স্মৃতিচারণে। জাতীয় দলের হয়ে বহু ম্যাচ একসঙ্গে খেলা এই দুই তারকার দেখা হয় সান্তোসের ডাগআউটের সামনে, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে। দীর্ঘ চোটের পর এদিনই নেইমার ফিরেছেন মাঠে, আর সেই মুহূর্তেই পুরোনো সতীর্থের সঙ্গে এমন আবেগঘন পুনর্মিলন যেন বাড়তি রঙ ছড়ায়। জানুয়ারিতে আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার।
তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি ছিলেন মাঠের বাইরে। অবশেষে এই ম্যাচেই ব্রাজিলিয়ান সিরি আ-তে নিজের ফেরাটা স্মরণীয় করে রাখলেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে নেইমারের ফেরার দিনে জয় পায়নি সান্তোস। শেষ মুহূর্তে স্যামুয়েল জেভিয়ের ব্রিটোর গোলে ১-০ ব্যবধানে জেতে ফ্লুমিনেন্স। নেইমারের ফেরা অবশ্য সান্তোস সমর্থকদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। তার পরবর্তী ম্যাচ এই বৃহস্পতিবার, ঘরের মাঠে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে। ভক্তরা অপেক্ষায় চেনা ছন্দে ফিরেই নেইমার হয়তো আবার সান্তোসকে সাফল্যের পথে ফেরাবেন।