ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কাঙ্ক্ষিত তৃতীয় নর্ম অর্জন তাহসিনের

কাঙ্ক্ষিত তৃতীয় নর্ম অর্জন তাহসিনের

বাবা খ্যাতিমান গ্রান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারানোর শোক কাটিয়ে উঠেছেন তাহসিন তাজওয়ার জিয়া। আস্তে আস্তে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশের এই ফিদে মাস্টার। দাবায় আন্তর্জাতিক মাস্টার (আইএম) হতে তার তিনটি নর্ম দরকার ছিল। হাঙ্গেরির বুদাপেস্টে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবায় দশম রাউন্ডে তৃতীয় আইএম নর্মটি পেলেন তাহসিন। হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার গেরগেলি আৎসেলকে হারিয়ে লক্ষ্যে পৌঁছান তাহসিন। টুর্নামেন্টে রানারআপ হয়েছেন তিনি। দশ ম্যাচে তার পয়েন্ট ৬। একটি ম্যাচ হেরেছেন, যেটি ছিল নবম রাউন্ডে। তিনটি জিতেছেন, ছয়টি ড্র। তবে আইএম খেতাব পেতে তাহসিনের রেটিং হতে হবে ২৪০০। এই টুর্নামেন্ট শেষে তার রেটিং হচ্ছে ২৩৭৪। আর এক-দুটি টুর্নামেন্টেই হয়তো তা পূরণ করে ফেলবেন।

তাহসিন তার প্রথম আইএম নর্ম করেন ২০২৩ সালে ঢাকায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে। দ্বিতীয়টি করেন গত মাসেই কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনালে, ওই টুর্নামেন্টে রানারআপ হন তিনি। কলম্বোয় খেলেই হাঙ্গেরিতে গিয়েছিলেন তিনটি টুর্নামেন্টে খেলতে রহমান গত বছরের ৫ জুলাই বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবায় খেলতে খেলতেই মারা গেছেন বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর। তার স্বপ্ন ছিল ছেলে গ্র্যান্ডমাস্টার হবেন। বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন তাহসিন জিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত