ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’ আইপিএল

ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’ আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ পাতানোর বড় মঞ্চ বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তার মতে, ভারতের এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ম্যাচ পাতানোর‘ সবচেয়ে বড় মঞ্চ’। এর আগে একই অভিযোগ করেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। আইপিএলে ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হারে রাজস্থান রয়েলস। এরপর ১৯ এপ্রিল লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে আবার ২ রানে হারে ফ্র্যাঞ্চাইজিটি। দুটি ম্যাচেরই একপর্যায়ে জয়ের সুযোগ ছিল রাজস্থানের। সেখান থেকে হেরে যাওয়ায় রাজস্থান রয়েলসের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন জয়দীপ বিহানি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হয়তো রাজস্থানের কাছ থেকে আইপিএলের টিকিট কম পেয়েই এমন অভিযোগ করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত