গতকাল বৃহস্পতিবার রাঙামাটির মারী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, সদস্য সচিব শাহনেওয়াজ রিটন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটির সদর জোন কমান্ডার লে. কর্নেল জুনাইদ উদ্দিন, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও পাহাড়ি-বাঙালি সম্প্রীতির প্রতীকী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনের সূচনা হয়।