আব্দুল্লাহর ২, শেখ রাসেলেরও

রহমতগঞ্জ ০ : ১ শেখ রাসেল

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাম্প্রতিক সময় বাংলাদেশের ফুটবলে হাতেগোনা যে কয়জন প্রতিভাবান দেখেছে, তাদের একজন মোহাম্মদ আবদুল্লাহ। তবে ফুটবলার জীবনের শুরুতেই দূর্ভাগ্য তার পিছু নিয়েছে। ফলে চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে দুই বছর আগে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ দিয়ে আলোচনায় আসা এই তরুণ। তাকে কেন প্রতিভাবান বলা হচ্ছে, সেটি যেন প্রমাণ দিতে নেমেছেন তিনি এবার; ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্রের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচেও গোল করেছেন আবদুল্লাহ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নিয়েছেন তিনি; এই গোলটি শেষ পর্যন্ত আগলে রেখে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ রাসেল। ২ জয়ে ৬ পয়েন্ট সাইফুল বারী টিটুর দলের।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণে মনোযোগী দুই দল প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মোনেকে কয়েকবার আক্রমণে উঠলেও শট লক্ষে রাখতে পারেননি। রহমতগঞ্জের ভাসিয়েভ-রেমিও ছিলেন ছায়া হয়ে। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ ড্র করে লিগ শুরু করা রহমতগঞ্জ ম্যাড়মেড়ে প্রথমার্ধে প্রথম ভালো সুযোগটি পায় ৩৮ মিনিটে। কিন্তু দিলসভ ভাসিয়েভের ক্রস ধরে সুহেল মিয়া উড়িয়ে মেরে হতাশ করেন। পরের মিনিটে প্রতিআক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করা শেখ রাসেল। কিন্তু মোনেকের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৬০ মিনিটে বখতিয়ার দুইশবেকভের ক্রসে আব্দুল্লাহর প্লেসিং দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৭৪ মিনিটে গোলের অপেক্ষা ফুরায় শেখ রাসেলের। দুইশবেকভের কর্নারে আব্দুল্লাহর নিখুঁত সাইড ভলি চোখের পলকে জালে জড়ায়। ব্রাদার্সের বিপক্ষে দলের জেতা ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন এই মিডফিল্ডার। পিছিয়ে পড়ার পর রহমতগঞ্জ যেন খেই হারিয়ে ফেলে। শেখ রাসেলের রক্ষণ ভেঙে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা। ৮৮ মিনিটে ক্রিস রেমির হেড ক্রসবারের উপর দিয়ে গেলে রহমতগঞ্জ পায়নি সমতায় ফেরা গোলের দেখা। তাতে ২০২০-২১ প্রিমিয়ার লিগে প্রথম হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সৈয়দ গোলাম জিলানীর দল।