মঙ্গানুইয়ে আগামীকাল শুরু হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজই হতে যাচ্ছে জীবনের সাদা পোশাকের শেষ সিরিজÑ সিরিজ শুরুর আগেই ক্যারিয়ার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রস টেলর। বাকি ফরম্যাট থেকেও বিদায় নিয়ে নিচ্ছেন নিউজিল্যান্ডের এ অভিজ্ঞ ব্যাটার। টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া ও নেদার?ল্যান্ডসের বিপক্ষে মোট ৬টি ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন পুরোপুরি। সোশ্যাল মিডিয়া টুইটারে এক আবেগী পোস্ট দিয়ে রস টেলর লিখেছেন, ‘আগামী গ্রীষ্মে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে আরও দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। ১৭ বছরের অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’ টেলর জানান, ‘আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়। এটি একটি অসাধারণ যাত্রা এবং আমি যতদিন আমার দেশের প্রতিনিধিত্ব করেছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শ্রেষ্ঠদের সঙ্গে পথ চলা, তাদের বিপক্ষে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা খুবই সৌভাগ্যের বিষয়। এরপরও ভালো সময়ের অবসান হয় এবং অবসর নেওয়ার জন্য এ সময়টা আমার জন্য সঠিক মনে হয়েছে।’ ৩৭ বছর বয়সি টেলর ১১০ টেস্ট ও ২৩৩ ওয়ানডে খেলেছেন। সর্বমোট ৭৫৮৪ ও ৮৫৮১ রান করে যথাক্রমে দুই ফরম্যাটের শীর্ষ ব্যাটসম্যান তিনি। ২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় টেলরের। তারপর ২০০৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ক্যাপ পান। তার সর্বোচ্চ স্কোর ২৯০ রান এসেছিল ২০১৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের দিনে কেন উইলিয়ামসনের সঙ্গে ক্রিজে ছিলেন টেলর। মাসখানেক আগে তিনি ২০২৩ ওয়ানেড বিশ্বকাপ খেলার কথা বলেছিলেন। কিন্তু এখন সিদ্ধান্ত নিলেন সময় শেষ।