জিমন্যাস্টিকসে ভাঙচুর
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার
জিমন্যাস্টরা অনুশীলন করে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামের পূর্ব দিকে। প্রশিক্ষণ সরঞ্জামও রাখা হয় সেখানে। গতকাল জিমনেশিয়ামে গিয়ে দেখা যায়, বিমবার পড়ে আছে, ছড়ানো ছিটানো রয়েছে জিমন্যাস্টিকসের সরঞ্জাম। জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু বলেন, ‘আজ (গতকাল) সকাল ১১টায় পালোয়ান ভাই (কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক) তার বেশ কিছু পালোয়ান নিয়ে এসে জিমনেশয়ামে প্রবেশ করেন। এরপর আমাদের প্যারালাল বার, হরেজন্টাল বার, বিমবার, পোমেল হর্স সবকিছু ছুড়ে ফেলেন। আমরা আলোচনায় বসার কথা বলেছিলাম, তিনি শুনেননি। সামনেই আমাদের ইসলামিক সলিডারিটি গেমস, কমনওয়েলথ গেমস, তার আগে এমন ঘটনা হতবাক করেছে আমাদের। বিষয়টি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) লিখিতভাবে জানাব।’ জানা গেছে, ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে টুর্নামেন্ট করার জন্য জায়গা তৈরি করতে গিয়েছিলেন পালোয়ান। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তাবিউর রহমান পালোয়ানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।