ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রিয়াল-বার্সা শিবিরে করোনার হানা!

রিয়াল-বার্সা শিবিরে করোনার হানা!

বড়দিনের ছুটি থেকে ফিরে একের পর এক দুঃসংবাদ সঙ্গী হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। স্প্যানিশ লা লিগায় মাঠে নামার আগেউ রিয়াল মাদ্রিদের আরও নতুন চার ফুটবলারসহ মোট ১১ জনের করোনা আক্রান্তের খবর এসেছে। বাদ পড়েনি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনাও। নতুন করে চারজন মিলিয়ে করোনায় কাতালানদের সাত ফুটবলার ছিটকে গেছে। গতকাল (বুধবার) নতুন করে আরও চার ফুটবলারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানায় রিয়াল মাদ্রিদ। তাদের মধ্যে আছেন গোলরক্ষক থিবো কর্তোয়া, তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদেরিকো ভালভেরদে ও ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিউস জুনিয়র। এর আগে গত কয়েক সপ্তাহে কোভিড পজিটিভ হন রিয়ালের লুকা মদ্রিচ, মার্সেলো, আন্দ্রি লুনিন, গ্যারেথ বেল, মার্কো আসেনসিও ও রদ্রিগো। লস ব্লাংকোসদের সহকারী কোচ দাভিদ আনচেলত্তির শরীরেও করোনা শনাক্ত হয়। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, নতুন আক্রান্তদের শরীরে এখনও কোনো উপসর্গ দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে আক্রান্ত সবাইকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে নতুন করে নিজেদের আরও চারজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বার্সেলোনা। এ তালিকায় আছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বালেদ। মঙ্গলবার ও বুধবার দুটি পৃথক বিবৃতিতে এ চারজনের কোভিডে আক্রান্তের কথা জানায় কাতালান ক্লাবটি। স্পেনের স্বাস্থ্যবিধি মেনে তারাও কোয়ারান্টাইনে আছেন।

বড়দিনের ছুটির পর আগামী রোববার গেতাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। একই দিনে বার্সার প্রতিপক্ষ মায়ার্কো। লিগে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাংকোসরা। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে সাতে আছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত