শিশুদেরও উচ্চ রক্তচাপ হয় সমাধান কী?

ডা. মো. আব্দুল কাদের

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বেশির ভাগ মানুষের ধারণা, শুধু বড়রাই উচ্চ রক্তচাপে ভোগেন। কিন্তু শিশুদেরও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কোনো রোগ (বিশেষ করে কিডনি রোগ)। এ ধরনের উচ্চ রক্তচাপকে বলে সেকেন্ডারি উচ্চ রক্তচাপ। কারও বংশে কিডনি রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে শিশুদের প্রাইমারি উচ্চ রক্তচাপও হতে পারে।

কোন শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে

১. যাদের পরিবারে উচ্চ রক্তচাপ বা অল্প বয়সে হার্ট বা ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে।

২. অতিরিক্ত ওজন বা স্থূলকায় শিশু।

৩. ধূমপায়ী বা পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা শিশু।

৪. যেসব শিশুর ডায়াবেটিস, কিডনি রোগ, রক্তে চর্বির মাত্রা বেশি আছে বা ক্যান্সারের চিকিৎসা পাচ্ছে এমন শিশু।

৫. যেসব শিশুর রাতে ঘুমের সমস্যা হয় বা নাকডাকার অভ্যাস আছে।

শিশুদের উচ্চ রক্তচাপের কারণ

১. কিডনির গ্লোমেরুলোনেফ্রাইটিস।

২. কিডনি অকার্যকর।

৩. জন্মগত কিডনি রোগ।

৪. বংশগত কিডনি রোগ।

৫. কিডনির ইনফেকশন বা পায়েলোনেফ্রাইটিস।

৬. বংশগত উচ্চ রক্তচাপের ইতিহাস।

৭. থাইরয়েড বা অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা।

৮. কিছু কিছু ওষুধ (যেমন স্টেরয়েড) সেবন।

কীভাবে বুঝবেন

মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘাড়ে ব্যথা ইত্যাদি নিয়ে শিশুরা হাসপাতালে আসে। এর সঙ্গে অনেক সময় শরীর ফুলে যাওয়া, প্রস্রাবের সঙ্গে রক্তও যেতে পারে। আবার কোনো উপসর্গ নাও থাকতে পারে।

যেসব শিশুর উচ্চ রক্তচাপ আছে, তাদের বেশিরভাগেরই তেমন কোনো লক্ষণ দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে মাথাব্যথা বা ঘাড়ব্যথা থাকতে পারে। এ ছাড়া বমি বমি ভাব, বুকে চাপ বা শ্বাসকষ্ট এবং চোখে ঝাপসা দেখা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

চিকিৎসা

প্রথমেই দেখতে হবে উচ্চ রক্তচাপ কী কারণে হচ্ছে। অন্তর্নিহিত কারণের চিকিৎসা করলেই এটি নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের স্থূলতা রয়েছে, তাদের জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। ওজন নিয়ন্ত্রণ এ চিকিৎসার একটি বড় অংশ। তবে কোনো কোনো ক্ষেত্রে শিশুদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে একজন দক্ষ শিশু কিডনি রোগবিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন।

ডা. মো. আব্দুল কাদের

সহযোগী কনসালট্যান্ট

স্কয়ার চিলড্রেন কিডনি

ও ডায়ালাইসিস সেন্টার

স্কয়ার হাসপাতাল

লিমিটেড, ঢাকা