ঢাকা ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কড়া পড়ে কেন

ডা. লিটন দেবনাথ
কড়া পড়ে কেন

দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট জায়গায় ঘষা লাগা, প্রেশার বা চাপ লাগা, বাহ্যিক কোনো বস্তুর শরীরে প্রবেশের (যেমন ইনজেকশন) কারণে আমাদের ত্বকে ইনজুরি হয়। এ ধরনের মেকানিক্যাল ইনজুরির কারণে আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় কিছু পরিবর্তন দেখা যায়। তার মধ্যে রয়েছে কড়া বা কর্ন, কেলাস ইত্যাদি।

আমাদের পায়ের তালুতে শক্ত, পুরু চামড়ার আবরণ দেখা যায়, একে বলে কর্ন বা কড়া। সাধারণত দেখতে গোলাকার এবং আকারে ছোট হয়ে থাকে। আকৃতিগতভাবে কনিকেল বা শঙ্কুর মতো হয়ে থাকে, যার অ্যাপেক্স বা তির্যক অংশ চামড়ার ভেতরের দিকে থাকে। তাই ভেতরের দিকে চাপ দিলে ব্যথা বোধ হয়। বিশেষ করে হাঁটাচলা করতে গেলে ব্যথা লাগে বেশি। কড়া খুব অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক। তবে ঘাবড়ানোর কিছু নেই। নিয়ম মেনে চললে এবং সঠিক চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়।

কড়ার মতো আরেকটা শক্ত আবরণ চামড়ায় দেখা যায়, যাকে আমরা কেলাস বলি। কেলাস হাত–পায়ের তালু ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। বিভিন্ন পেশা, দৈনন্দিন কাজ, ব্যায়াম ইত্যাদির সঙ্গে কেলাসের সম্পর্ক রয়েছে। কেলাসের চামড়ার ভেতরের গভীরতা কম বলে সাধারণত ব্যথাহীন হয়ে থাকে।

যদি ওই নির্দিষ্ট কারণ থেকে নিজেকে অব্যাহতি দেয়া যায়, তাহলে কোনো চিকিৎসা ছাড়াই অনেক ক্ষেত্রে কেলাস ভালো হয়ে যায়।

প্রকারভেদ

কড়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে।

শক্ত কড়া : পায়ের তালুর যেকোনো জায়গায় হয়ে থাকে।

নরম কড়া : পায়ের আঙুলের মধ্যে হয়ে থাকে।

কারণ : এক জায়গায় দীর্ঘদিন ধরে ঘষা লাগা বা ঘর্ষণই মূল কারণ। তা ছাড়া শক্ত বা আঁটসাঁট জুতার কারণেও কড়া পড়ে থাকে।

উপসর্গ : পায়ের পাতায় বা পায়ের আঙুলর মধ্যে হয়ে থাকে।

উঁচু এবং শক্ত হয়ে থাকে।

চামড়া খসখসে, রুক্ষ্ম মনে হবে।

ব্যথা বা যন্ত্রণাদায়ক বিশেষ করে হাঁটাচলা করার সময় বা একে ধরে ভেতরের দিকে চাপ দলে।

চিকিৎসা : ওয়েল ফিটেড সঠিক ও নির্দিষ্ট মাপের জুতা পরা। জুতা পরিবর্তন।

কুসুম গরম পানিতে পায়ের পাতা ভিজিয়ে স্ক্যালপেল ব্লেড বা ঝামাপাথর দিয়ে ছেঁচে ফেলা।

এ রোগের চিকিৎসায় স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তা ছাড়া রয়েছে বিভিন্ন সার্জারি এবং লেজার।

ডা. লিটন দেবনাথ

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতাল

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত