ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জ্ঞান কোষ

শোকর

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)
শোকর

আল্লাহ্ তা’লার প্রশংসা কীর্ত্তন ও তাঁহার এহ্ছানের (অনুগ্রহের) কৃতজ্ঞতা স্বীকার করা মহত্ত্বের লক্ষণ। আল্লাহ্ বলিতেছেন-“যদি তুমি শোকর কর, তাহা হইলে আমরা তোমাকে অধিকতর নেয়ামত দান করিব।” (সূরা ইবরাহীম, আয়াত : ৭)। অকৃতজ্ঞকে সকলেই ঘৃণা করে এবং কৃতজ্ঞকে দান করিতে সকলেই আনন্দ পায়। আল্লাহ্ কোরআন শরীফে বলিতেছেনথ “যদি তুমি আমাদের প্রদত্ত নেয়ামতসমূহের নির্ণয় করিতে চাও, তবে তাহা গণনা করিয়া শেষ করিতে পারিবে না।” (সূরা ইবরাহীম, আয়াত : ৩৪)। হামদ্ ও শোকর স্পর্শমণির স্বরূপ, অতি অমূল্য বস্তু, খোদা তা’লার বড়ই পছন্দনীয়। আহারে-বিহারে, শয়নে-জাগরণে, সম্পদে-বিপদে-প্রভু-গুণগান (হাম্দ) ও শোকর (কৃতজ্ঞতা) জ্ঞাপন করা প্রেমিকের কার্য্য।

“যদি তোমরা (আল্লাহর নিকট) কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তিনি তোমাদের জন্য তাহাতেই সন্তুষ্ট হন।” ২৩/৩৯/১/১

“চির-জীবন্ত আল্লাহর উপর নির্ভর কর এবং প্রশংসার সহিত তাঁহার গুণ-কীর্ত্তন কর।” ১৯/২৫/৫/৫৮

মন্তব্য : মানব কৃতজ্ঞতা প্রকাশ করিলে আল্লাহ্ সন্তুষ্ট হন এবং তাঁহার প্রতি অধিকতর নেয়ামত বর্ষণ করেন। সুতরাং প্রত্যেককে তাঁহার অনুগ্রহ প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা কর্তব্য। দুঃখের বিষয়, আমাদের মধ্যে অনেকেই না-শোকর-গোজর।

“আল্লাহর দাসগণের মধ্যে অতি অল্প লোকই শোকর করে।” ২২/৩৪/২/১৩

“তাহাদের অধিকাংশকে তুমি শাকের (কৃতজ্ঞ) পাইবে না।” ৮/৭/২/১৭

মন্তব্য : কৃতজ্ঞতাণ্ডজ্ঞান হৃদয়ের একটি অতি উচ্চ অবস্থা। ইহার কল্যাণ অতি মহৎ। ইহা আত্মার সহিত মৃত্যুর পরেও থাকিবে । (খান বাহাদুর আহ্ছানউল্লা, ছুফী, ঢাকা আহ্ছানিয়া মিশন, ১০ম সংস্করণ : ডিসেম্বর ২০২০, পৃষ্ঠা- ৫২)

বি. দ্র. বানানের ক্ষেত্রে লেখকের বানানরীতি অপরিবর্তনীয় রাখা হলো

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত