কোরআনের আলো

আল্লাহতায়ালার কাছে মোমিনের পরিচয়

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মহান আল্লাহ রাব্বুল ‘আলামিন বলেন : ‘নিশ্চয়ই মোমিন তারা, আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের হৃদয় বিগলিত হয়ে চমকে ওঠে, যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তাদের ঈমানকে সুদৃঢ় করে আর তারা শুধু তাদের প্রভুর উপরেই ভরসা রাখে। যারা সালাত কায়েম করে এবং আমি যে জীবিকা তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে- তারাই সত্যিকারের মোমিন। তাদের প্রভুর কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।’ (সুরা আনফাল, আয়াত ২-৪)।

মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন : ‘অবশ্যই (ওইসব) মোমিনরা সফল হয়েছে। যারা তাদের সালাতে সমর্পিত প্রাণ, বিনয়ী ও নিষ্ঠাবান হয়। যারা বাজে কথা ও কাজ থেকে দূরে থাকে। যারা তাদের যাবতীয় কার্যক্রম পবিত্র ও পরিশুদ্ধ করে। যারা নিজেদের গুপ্তাঙ্গ হেফাজত করে। তবে তাদের স্ত্রীদের এবং অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে কোনো দোষ নেই। যারা এ সীমালঙ্ঘন করবে, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। যারা নিজেদের আমানত রক্ষা করে এবং ওয়াদা পূরণ করে। যারা নিজেদের সালাতের হেফাজত করে। তারাই হলো সেসব লোক, যারা উত্তরাধিকারী হবে। উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরদিন থাকবে।’ (সুরা মুমিনুন : আয়াত ১-১১)।