মুফতি বশিরুল হাসান খাদিমানী

প্রধান মুফতি, মারকাযুন নূর ইসলামবাগ, চকবাজার ঢাকা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : রোজা অবস্থায় অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে?

উত্তর : না, ভাঙবে না। (ফিকহুন নাওয়াজিল : ২/৩০০)।

প্রশ্ন : রোজা রেখে ইনজেকশন, ইনসুলিন বা স্যালাইন পুশ করা যাবে?

উত্তর : রোজা রেখে ইনজেকশন, ইনসুলিন বা স্যালাইন পুশ করলে রোজার কোনো ক্ষতি হয় না। তবে ভীষণ অসুস্থতা ছাড়া রোজা রাখা অবস্থায় খাদ্যের প্রয়োজন মেটায় এমন ইনজেকশন ও স্যালাইন পুশ করা উচিত নয়। (ফিকহুন নাওয়াজিল : ২/৩০০)।

প্রশ্ন : রোজা অবস্থায় কানের ভেতর পানি চলে গেলে বা কানে ড্রপ ব্যবহার করা যাবে?

উত্তর : রোজা রাখা অবস্থায় কানের ভেতর পানি চলে গেলে বা কানের ভেতর তরল ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না। রোজা রেখে প্রয়োজনে কানের ভেতর তেল বা অন্য ওষুধ ব্যবহার করা যাবে। কারণ, কানের সঙ্গে খাদ্যনালির কোনো সম্পর্ক নেই। (আল মউসুআতুত তিব্বিয়্যা আল ফিকহিয়্যাহ : ৬২৪)।

প্রশ্ন : রোজা রেখে রক্ত দেওয়া বা নেওয়া যাবে?

উত্তর : রোজা রেখে রক্ত দিলে বা নিলে রোজা ভাঙে না। তবে রোজাদার রক্তদাতা রক্তদানের ফলে অত্যধিক দুর্বল হয়ে পড়ার আশংকা থাকলে তার জন্য রক্তদান থেকে বিরত থাকা উচিত। (ফিকহুন নাওয়াজিল : ২/৩০০)।

প্রশ্ন : ক্যাথেটার (লিঙ্গে বা যোনিপথে) ব্যবহার করলে কী রোজা ভেঙে যায়?

উত্তর : পুরুষের লিঙ্গে বা নারীর যোনিপথে ক্যাথেটার ব্যবহার করলে রোজা ভাঙে না। এমনকি চিকিৎসার স্বার্থে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে লিঙ্গে বা যোনিপথে ওষুধ ব্যবহার করলে কিংবা কোনো চিকন পাইপ বা যন্ত্র প্রবেশ করালেও রোজা ভাঙবে না। (যাবিতুল মুফাততিরাত : ১৭৬, ফিকহুন নাওয়াজিল: ২/৩০০)।