ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যেসব কারণে রোজা ভেঙে যায়

মুফতি মুহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
যেসব কারণে রোজা ভেঙে যায়

১. নাকে ড্রপ বা ওষুধ ঢেলে দেওয়ার ফলে ওষুধ গলার ভেতর চলে গেলে। (আল মওসুআতুত তিব্বিয়্যাহ আল ফিকহিয়্যাহ : ৬২৪)।

২. ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে। (তিরমিজি : ৭২০)।

৩. কুলি বা কুলকুচি করার সময় গলার ভেতরে পানি চলে গেলে। (ফতোয়ায়ে তাতারখানিয়া : ৩/৩৭৮)।

৪. এমন কোনো বস্তু গিলে ফেললে, যা সাধারণত খাওয়া হয় না। যেমন- কাঠ, লোহা, কাঁচা গম ইত্যাদি। (বাদায়েউস সানায়ে : ২/২৫৫)।

৫. লোবান বা উদ কাঠ ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে বা মুখ দিয়ে কণ্ঠনালির ভেতরে টেনে নিলে। বিড়ি, সিগারেট ও হোক্কাপানেরও একই বিধান। (রদ্দুল মুহতার : ২/৩৯৫)।

৬. ভুলে পানাহার করার পর রোজা নষ্ট হয়ে গেছে ভেবে পুনরায় ইচ্ছাকৃত পানাহার করলে। (শরহু মুখতাসারিত তহাবি : ২/৪৬৩)।

৭. রাত বাকি আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৯১৩১)।

৮. সূর্য ডুবে গেছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে।

উল্লেখ্য, এসব ক্ষেত্রে রোজা ভেঙে যায় এবং শুধু রোজা কাজা করতে হয়; কাফফারা আবশ্যক হয় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত