যেসব কারণে রোজা ভেঙে যায়

মুফতি মুহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১. নাকে ড্রপ বা ওষুধ ঢেলে দেওয়ার ফলে ওষুধ গলার ভেতর চলে গেলে। (আল মওসুআতুত তিব্বিয়্যাহ আল ফিকহিয়্যাহ : ৬২৪)।

২. ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে। (তিরমিজি : ৭২০)।

৩. কুলি বা কুলকুচি করার সময় গলার ভেতরে পানি চলে গেলে। (ফতোয়ায়ে তাতারখানিয়া : ৩/৩৭৮)।

৪. এমন কোনো বস্তু গিলে ফেললে, যা সাধারণত খাওয়া হয় না। যেমন- কাঠ, লোহা, কাঁচা গম ইত্যাদি। (বাদায়েউস সানায়ে : ২/২৫৫)।

৫. লোবান বা উদ কাঠ ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে বা মুখ দিয়ে কণ্ঠনালির ভেতরে টেনে নিলে। বিড়ি, সিগারেট ও হোক্কাপানেরও একই বিধান। (রদ্দুল মুহতার : ২/৩৯৫)।

৬. ভুলে পানাহার করার পর রোজা নষ্ট হয়ে গেছে ভেবে পুনরায় ইচ্ছাকৃত পানাহার করলে। (শরহু মুখতাসারিত তহাবি : ২/৪৬৩)।

৭. রাত বাকি আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৯১৩১)।

৮. সূর্য ডুবে গেছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে।

উল্লেখ্য, এসব ক্ষেত্রে রোজা ভেঙে যায় এবং শুধু রোজা কাজা করতে হয়; কাফফারা আবশ্যক হয় না।