সুফিকোষ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১. খোদার রাহে পরিশ্রম করিলে কখনও নিষ্ফল হয় না।

২. যে নিজে অন্ধ, অপরকেও অন্ধকারে রাখিতে চায়।

৩. ভাব কুৎসিত হইলে ভাষা কলুষিত হয়, ভাব পবিত্র হইলে ভাষা পরিপুষ্ট হয়।

৪. যে জাতির আত্মসম্মান নাই, সে জাতির উন্নতি সুদূরপরাহত।

৫. মনুষ্যত্ব লাভ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।

বি.দ্র- লেখাটিতে লেখকের বানানরীতি হুবহু রাখা হয়েছে