সুফিকোষ

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বাণী

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১. সুনীতি অর্জ্জন এক দিনের কার্য্য নহে, উহা অভ্যাসের ফল। ২. শিক্ষার দ্বারা জ্ঞান ও চরিত্রের বিকাশ হয়। ৩. প্রত্যেকের বিবেক সৎ অসৎ নির্দেশ করে। ৪. ক্ষমাশীলের পুরস্কার প্রভুত। ৫. কেবল টাকা রোজগার করাই জীবনের উদ্দেশ্য নহে। ধন ভীষণ পরীক্ষার বস্তু। ৬. ইহলোক ও পরলোক বিভিন্ন নহে একই লোকের ক্রমিক প্রসার। ৭. প্রতিদিন শয়নকালে খতিয়ে দেখবে, কতটি প্রাণীকে সন্তুষ্ট করিতে পারিয়াছ। ৮. যতই তুমি নিজকে নত করবে, ততই খোদা তোমাকে উন্নত করতে থাকবেন। ৯ মানুষ যতই অন্তরায়কে অতিক্রম করবে, ততই শান্তির অধিকারী হবে। ১০. কর্মস্রোতকে সংযত করা সহজতর; কিন্তু চিন্তাস্রোতকে সংযত করা বড়ই কঠিন। ১১. চিন্তাস্রোতের নিয়ন্ত্রণের নামই তাছাউফ। ১২. জীবন মৃত্যু সমভাবে দেখিবে, উভয়ই মহাপ্রভুর দান। ১৩. বেশি কঠোরতার ফল অনেক সময় অমঙ্গল হয়। ১৪. শত আপদ বিপদের মধ্যে ছবর এক্তেয়ার করিও।

কোরআন : কোরআন খোদাতায়ালার অমূল্য দান। তিনি স্বীয় কালাম পাক মানবের উপর অবতীর্ণ করিয়া পৃথিবীকে ধন্য করিয়াছেন। অজ্ঞ মানব ইহার মূল্য নিরূপণ করিতে অক্ষম। যুগে যুগে মানবের হেদায়তের জন্য দয়াময় তাঁহার আজ্ঞা প্রচার করিয়াছেন বটে, কিন্তু তাঁহার পূর্ণ আদেশ তাঁহার সর্বশ্রেষ্ঠ হাবিব হজরত রছুলুল্লার উপর কোরআনের আকারে অবতীর্ণ হইয়াছিল। ইহা পূর্ববর্তী আদেশসমূহের পরিপূরক। কোরআনের আদেশবাণী প্রতিপালন করিলে মানব অক্ষয় ধনের অধিকারী হইতে পারে। ইহা একাদিক্রমে ধর্ম্মনীতি, সমাজনীতি, শাসননীতি, শিক্ষানীতি ও বৈষয়িক বিধান। ইহার প্রতি অক্ষর, প্রতিশব্দ, প্রতি পংক্তি অদ্বৈতবাদের অভিব্যক্তি। ইহা ধর্ম শাস্ত্র ও দর্শন শাস্ত্রের বিরাট সমন্বয়। ইহার বাক্যনিচয় অকাট্য যুক্তিপূর্ণ; ইহা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রহস্যের সমাধান। কোরআন স্ত্রী-পুরুষের সমাধিকার বজ্রনির্ঘোষ প্রচার করিয়াছে। স্বামী-স্ত্রী, পুত্র- কন্যা, দূর ও নিকট আত্মীয়ের দায়ভাগ অতি সুন্দররূপে নির্ধারিত করিয়াছে; ইহা জটিল বিবাহ-সমস্যার সমাধান করিয়া সংসার ক্ষেত্রের অনাচার, দুর্নীতি হ্রাস করিয়াছে; ইহা পুরুষ ও স্ত্রী উভয়ের পার্থিব জীবন সুনিয়ন্ত্রিত করিয়াছে। কোরআন সর্ব্ব ব্যধির প্রতিষেধক। ইহ্য কলেরা, বসন্ত, মস্তিষ্ক-বিকৃতি প্রভৃতি উৎকট রোগের মহৌষধ। ইহা ভূত, প্রেত ও জিন্নাতের অমোঘ দাওয়া। ইহার মধ্যে এরূপ গুপ্ত বস্তু নিহিত আছে, যাহার সাহায্যে অলৌকিক ব্যাপার সমাধা হয়, বহু কূট রহস্যের সন্ধান পাওয়া যায়। ইহার সাহায্যে কঠিন কঠিন মুছিবত হইতে মানুষ পরিত্রাণ লাভ করে ও পরজগতের মুক্ত আত্মার সন্ধান পায়। মোট কথা এমন কোন বস্তু নাই, যাহা কোরআন পাকের সাহায্যে সাধন করা অসাধ্য। যাঁহারা সন্ধান পাইয়াছেন, তাঁহারাই ধন্য। (তরীকত শিক্ষা :১৫)।

উল্লেখ্য, লেখকের বানান হুবহু রাখা হয়েছে।