সুফিকোষ

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর অমর বাণী

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১. সুনীতি অর্জ্জন এক দিনের কার্য্য নহে, উহা অভ্যাসের ফল।

২. শিক্ষার দ্বারা জ্ঞান ও চরিত্রের বিকাশ হয়।

৩. প্রত্যেকের বিবেক সৎ-অসৎ নির্দেশ করে।

৪. ক্ষমাশীলের পুরস্কার প্রভুত।

৫. কেবল টাকা রোজগার করাই জীবনের উদ্দেশ্য নহে। ধন ভীষণ পরীক্ষার বস্তু।

৬. ইহলোক ও পরলোক বিভিন্ন নহে একই লোকের ক্রমিক প্রসার।

৭. প্রতিদিন শয়নকালে খতিয়ে দেখবে, কতটি প্রাণীকে সন্তুষ্ট করিতে পারিয়াছ।

৮. যতই তুমি নিজকে নত করবে, ততই খোদা তোমাকে উন্নত করতে থাকবেন।

৯ মানুষ যতই অন্তরায়কে অতিক্রম করবে, ততই শান্তির অধিকারী হবে।

১০. কর্মস্রোতকে সংযত করা সহজতর কিন্তু চিন্তাস্রোতকে সংযত করা বড়ই কঠিন।

১১. চিন্তাস্রোতের নিয়ন্ত্রণের নামই তাছাউফ।

১২. জীবন মৃত্যু সমভাবে দেখিবে, উভয়ই মহাপ্রভুর দান।

১৩. বেশি কঠোরতার ফল অনেক সময় অমঙ্গল হয়।

১৪. শত আপদণ্ডবিপদের মধ্যে ছবর এক্তেয়ার করিও। (লেখকের বানান হুবহু রাখা হয়েছে।)