বিবাহ
কোন কোন ব্যক্তি দাম্পত্য বন্ধন হইতে দূরে থাকিবার জন্য অন্যান্য পথ অবলম্বন করিয়াছে, কৌমার্য্য বা সন্নাস ব্রত অথবা মুষ্কচ্ছেদন। কিন্তু এই সকল পথ লোক নিজেই উদ্ভাবন করিয়াছে। আমরা ঐ সকল বিধান করি নাই।
ন্যায়ের অপব্যবহার : পরস্পরের সম্পত্তি অন্যায়রূপে ধ্বংস করিবে না, কিংবা ঘুষের স্বরূপ মধ্যস্থের হাতে দিবে না, এই উদ্দেশ্যে যে, তাহাদের সাহায্যে তোমরা অপরের সম্পত্তি অন্যায়রূপে অধিকার করিতে পার। (সুরা : ২ : ১৮৪)। নিশ্চয় আল্লাহ তোমাদিগকে আদেশ করিতেছেন যে, তোমরা গচ্ছিত বস্তু তাহার মালিক দিগকে প্রত্যর্তপণ কর। (সুরা: ৪:৬১)। আল্লাহ বিশ্বাসঘাতকদিগকে নিশ্চয় ভালোবাসেন না। (সুরা: ৮ : ৬০)। অনাবশ্যক কথায় প্রশ্রয় দিও না; কিন্তু যখন আবশ্যক হইবে তখন উচিত বলিবে। (সুরা : ৩৩ :৭০)। (সূত্র : কোরআনের শিক্ষা পৃ. ১৩)