ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সুফিকোষ

সুফিকোষ

বিবাহ

কোন কোন ব্যক্তি দাম্পত্য বন্ধন হইতে দূরে থাকিবার জন্য অন্যান্য পথ অবলম্বন করিয়াছে, কৌমার্য্য বা সন্নাস ব্রত অথবা মুষ্কচ্ছেদন। কিন্তু এই সকল পথ লোক নিজেই উদ্ভাবন করিয়াছে। আমরা ঐ সকল বিধান করি নাই।

ন্যায়ের অপব্যবহার : পরস্পরের সম্পত্তি অন্যায়রূপে ধ্বংস করিবে না, কিংবা ঘুষের স্বরূপ মধ্যস্থের হাতে দিবে না, এই উদ্দেশ্যে যে, তাহাদের সাহায্যে তোমরা অপরের সম্পত্তি অন্যায়রূপে অধিকার করিতে পার। (সুরা : ২ : ১৮৪)। নিশ্চয় আল্লাহ তোমাদিগকে আদেশ করিতেছেন যে, তোমরা গচ্ছিত বস্তু তাহার মালিক দিগকে প্রত্যর্তপণ কর। (সুরা: ৪:৬১)। আল্লাহ বিশ্বাসঘাতকদিগকে নিশ্চয় ভালোবাসেন না। (সুরা: ৮ : ৬০)। অনাবশ্যক কথায় প্রশ্রয় দিও না; কিন্তু যখন আবশ্যক হইবে তখন উচিত বলিবে। (সুরা : ৩৩ :৭০)। (সূত্র : কোরআনের শিক্ষা পৃ. ১৩)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত