১. কুচিন্তা হইতে, কুপুস্তক হইতে দূরে থাকিবে।
২. সুমিষ্ট ব্যবহার দ্বারা কাজ আদায় করা বুদ্ধিমানের কাজ।
৩. খোদার উপর মহব্বত যতই ঘনীভূত হয়, এবাদাতে ততই তৃপ্তিবোধ হয়।
৪. যে নিজে অন্ধ, অপরকেও অন্ধকারে রাখিতে চায়।
৫. সাবধান তর্কবাগীশের ধোঁকায় পড়িও না। ৬. কুণ্ডচিন্তায় রিপুগুলি পুষ্ট হয়, আর আত্মার ক্ষতি হয়।
৭. ইছলামে জাতিভেদ নাই, অস্পৃশ্যতা নাই। ৮. মুসলিম বলিতে ত্যাগী মানুষ বুঝায়।
৯. ভাব কুৎসিত হইলে ভাষা কলুষিত হয়, ভাব পবিত্র হইলে ভাষা পরিপুষ্ট হয়।
১০. সাহিত্যের উন্নতি জাতীয় উন্নতির পরিচায়ক।
১১. শিক্ষাতে ভাব যত মার্জ্জিত হয়, ভাষার তত পরিশুদ্ধি লক্ষিত হয়।
১২. ভাবের অভাব হইলে সাহিত্যের দারিদ্র্য আসে।
১৩. জাতি ও বর্ণভেদ অনুসারে ভাষার ভেদ হওয়া অযৌক্তিক।
(বি.দ্র. লেখকের বানান হুবহু রাখা হয়েছে।)