ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুফিকোষ

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বাণী

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বাণী

১. আয়াস, বাবুগিরি, অলসতা, কুসঙ্গ হইতে সর্ব্বদা দূরে দূরে থাকিবে।

২. বান্দা হইয়া যদি বন্দেগী করিতে না পারি, তবে এ জীবনের আবশ্যকতা কি?

৩. চরিত্রই প্রধান এবাদত।

৪. যেখানে আমিত্ব বিদ্যমান সেখানে কৃতকার্য্য সময়সাপেক্ষ।

৫. দুঃখের নিঃশ্বাস ত্যাগ করিবে না।

৬. খোদার উপর ও তাঁর হাবিবের উপর অটল ভক্তি রাখবে।

৭. ব্যয়কে পরিমিত করিবে।

(খানবাহাদুর (রহ.)-এর বানান অবিকৃত রাখা হয়েছে।)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত