সুফিকোষ
খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বাণী
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১. আয়াস, বাবুগিরি, অলসতা, কুসঙ্গ হইতে সর্ব্বদা দূরে দূরে থাকিবে।
২. বান্দা হইয়া যদি বন্দেগী করিতে না পারি, তবে এ জীবনের আবশ্যকতা কি?
৩. চরিত্রই প্রধান এবাদত।
৪. যেখানে আমিত্ব বিদ্যমান সেখানে কৃতকার্য্য সময়সাপেক্ষ।
৫. দুঃখের নিঃশ্বাস ত্যাগ করিবে না।
৬. খোদার উপর ও তাঁর হাবিবের উপর অটল ভক্তি রাখবে।
৭. ব্যয়কে পরিমিত করিবে।
(খানবাহাদুর (রহ.)-এর বানান অবিকৃত রাখা হয়েছে।)