দুনিয়া ও আখেরাতে পিতামাতার অধিকার

মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক (রহ.)

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মাওলানা আশরাফ আলি থানবি (রহ.)-এর বিশিষ্ট খলিফা শাহ আবরারুল হক (রহ.) গবেষণা করে পিতামাতার ১৪টি অধিকারের কথা বলেছেন, যার ৭টি পিতামাতা জীবিত থাকাকালীন আর বাকি ৭টি পিতামাতার মৃত্যুর পর। এ অধিকারগুলো সন্তানের কাছে পিতামাতার প্রাপ্য।

জীবিতকালীন ৭টি অধিকার :

১. আন্তরিকভাবে পিতামাতাকে সম্মান করা। ২. মনেপ্রাণে পিতামাতাকে মহব্বত করা।

৩. পিতামাতার (বৈধ) আদেশগুলো মান্য করা।

৪. পিতামাতার সেবা ও খেদমত করা।

৫. পিতামাতার প্রয়োজনগুলো পূর্ণ করা।

৬. তাদের আরাম ও শান্তির ফিকির করা।

৭. দূরে থাকলে মাঝেমধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করা।

মৃত্যুর পর ৭টি অধিকার : ১.পিতামাতার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করা। ২. নফল ইবাদতের মাধ্যমে পিতামাতার জন্য সওয়াব পৌঁছানো। ৩. পিতামাতার আপনজন ও প্রিয়জনকে সম্মান করা। ৪. পিতামাতার আপনজন ও প্রিয়জনকে সহযোগিতা করা। ৫. আল্লাহর কাছে বা বান্দার কাছে তাদের কোনো ঋণ থাকলে তা পরিশোধ করা। আমানত থাকলে তা আদায় করা। ৬. পিতামাতার বৈধ অসিয়ত ও উপদেশ বাস্তবায়ন করা। ৭. মাঝেমধ্যে পিতামাতার কবর জিয়ারত করা।