ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঠাট্টা-বিদ্রুপ, পরচর্চা ও নিন্দা করা অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্ট কাজ

মুহাম্মদ আব্দুল্লাহ
ঠাট্টা-বিদ্রুপ, পরচর্চা ও নিন্দা করা অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্ট কাজ

ঠাট্টা-বিদ্রুপ, মানুষকে খোঁটা দেয়া, নিন্দা করা, অপরের দোষ অনুসন্ধান করা, মানুষকে ব্যঙ্গ ও উপহাস করা অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্ট কাজ। মহান আল্লাহ আমাদের ঠাট্টা-বিদ্রুপ, ব্যঙ্গ করা, খোঁটা দিয়ে কথা বলতে নিষেধ করেছেন : আল্লাহতায়ালার নির্দেশনা, ‘হে ঈমানদাররা! কোনো মোমিন সম্প্রদায় যেন অপর কোনো মোমিন সম্প্রদায়কে উপহাস না করে। কেননা, যাদের উপহাস করা হচ্ছে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে। কেননা, যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না; ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। আর যারা তওবা করে না তারাই তো জালিম।’ (সুরা হুজুরাত : ১১)।

আল্লাহতায়ালা মানুষের দোষ অনুসন্ধান ও ব্যক্তির পেছনে অকারণে গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন : আল্লাহতায়ালার নির্দেশনা, ‘আপনি আনুগত্য করবেন না ওই ব্যক্তির, যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, যে অন্যকে দোষারোপ করে ও পশ্চাতে নিন্দা করে, যে একের কথা অপরের কাছে বলে বেড়ায়।’ (সুরা কালাম : ১০-১১)।

আল্লাহতায়ালা অন্যর প্রতি অধিক অনুমান করা থেকে বেঁচে থাকতে বলেছেন, আল্লাহতায়ালার নির্দেশনা, ‘হে ঈমানদাররা! তোমরা বেশি অনুমান থেকে বেঁচে থাকো। কারণ কিছু কিছু অনুমান তো পাপ এবং তোমরা কারও গোপনীয় দোষ অনুসন্ধান করো না।’ (সুরা হুজরাত : ১২)।

আল্লাহতায়ালা আমাদের পরনিন্দা, অধিক অনুমান ও অপরের দোষ চর্চা ও প্রচারসহ যাবতীয় কবিরা গোনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত