ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈমান পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত

জুনাইদ ইসলাম মাহদি
ঈমান পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত

মুসলিমমাত্ররই অনুভূতি থাকা জরুরি, পৃথিবীতে ঈমান শ্রেষ্ঠ নেয়ামত। যারা এ ঈমানের নেয়ামত পেয়েছে তারা কৃতজ্ঞতা আদায় করা উচিত এ ভেবে যে, আল্লাহতায়ালা আমাদের কত সুমহান নেয়ামত দান করেছেন। কালিমা নসিব হওয়া অর্থাৎ আল্লাহ ও আল্লাহর রাসুলের প্রতি সঠিকভাবে ঈমান এনে তাওহিদের দৌলত নসিব হওয়া পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। এ চেতনা ও ভাবনা অন্তরে থাকা জরুরি। ঈমানের শক্তিতে গোটা বিশ্বজাহানের রাজত্বও কালিমায়ে শাহাদাতের বিনিময়ে উৎসর্গ করে দেওয়া চাই ঈমানদারের। ঈমানের মূল্য তো এমন- যদি সমগ্রবিশ্বের রাজত্ব একদিকে রাখা হয় এবং কোনো মুসলমানকে বলা হয় যে, তুমি এই সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হবে, তবে এজন্য তোমাকে ঈমান ছাড়তে হবে। এ প্রস্তাব শুনে সে চিৎকার করে উঠবে, জ্ঞান হারিয়ে ফেলবে। আর বলতে থাকবে যে, আমি কী এমন গুনাহ করেছি যে, আমাকে বলা হচ্ছে- তোমাকে গোটাবিশ্বের রাজত্ব দান করা হবে, আর তোমার ঈমান নিয়ে নেওয়া হবে। এ চেতনা দিলে থাকলেই তো তাকে খাঁটি মুসলমান বলে। খাঁটি মুসলমান হওয়া চাই। খাঁটি মুসলমান হলে জগৎ সুখময় হবে। মনুষ্যত্ব ও মানবতা জাগ্রত থাকবে। ইসলাম পৃথিবীর সেরা দৌলত হওয়ার কারণ হলো, চতুর্দিকের সীমান্তগুলো বন্ধ, বেরুনোর সকল দরজা অবরুদ্ধ এবং সমস্ত পথ আবদ্ধ। উন্মুক্ত রয়েছে শুধু ইসলামের পথ আর একটি মাত্র দরজা। যে দরজাটি উন্মুক্ত করে রাখা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর কাছে একমাত্র দ্বীন। উম্মতে মুসলিমার মাঝে যতদিন এই বাস্তবতার উপলব্ধি বিরাজ করবে এবং যতদিন তারা একে দৃঢ়তার সঙ্গে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তারা পথভ্রষ্ট হবে না। মসিবত ও বিপদাপদের শিকার হবে না।

(সূত্র : কোরআনি ইফাদাত : সাইয়্যেদ আবুল হাসান আলি নদবি অবলম্বনে)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত