সাংসারিক আকর্ষণকে লঘুকৃত করাই তরীকতের উদ্দেশ্য। * যেখানেই স্বার্থ জড়িত, সেখানেই বিবেকের সকল তাড়না চুরমার। * সকল পুরস্কারের মূলে পরীক্ষা। * দেহের পুষ্টি ইহলোকে ভোগ্য আর আত্মার পুষ্টি পরলোকে ভোগ্য। * কুণ্ডকার্যের পরিণাম যাহা, কুণ্ডচিন্তারও পরিণাম তাহা। * মঙ্গলময় হইতে কখনো অমঙ্গল আসিতে পারে না। * যাহাদের অন্তরে প্রেম নাই, গজল তাহাদের উপর আছর করে না। * যিনি পীরের আশেক তিনি রাছুলুল্লার আশেক, খোদারও আশেক।
* একই সময় মানুষ দুই বস্তুর আশেক হইতে পারে না। * এবাদত করিলেই ধর্ম্ম জীবনের কর্ত্তব্য সমাপ্ত হয় না। * জুয়া ব্যভিচারাদি শয়তানের প্রতিষ্ঠান। * সৃষ্টির দর্পণে স্রষ্টাকে দেখো। * সত্যের পথে মানুষকে আহ্বান করতে হবে কথা দ্বারা নয়, কর্মের দ্বারা। * কার্য্যকে সংযত করা সহজ কিন্তু চিন্তাকে সংযত করা কঠিন। * চিন্তাস্রোতকে নিয়ন্ত্রণ করাই তরীকতের উদ্দেশ্য। * যদি সাচ্চা থাকেন, তবে ভয়ের কোন কারণ নাই। * ইছলাম বলিতে বুঝায় অন্তর্নিহিত প্রেমভাব ও স্রষ্টার উপর নির্ভরতা, ঘৃণা ও ঈর্ষার পরিহার। * দুনিয়াটা অবিরাম শান্তির স্থান নয়। * ঋণপাপ বড়ই খারাপ, মনের শান্তি নষ্ট করে। * নিজের মনকে দুশ্চিন্তা হইতে রক্ষা করুন।
* আয়াস, বাবুগিরি, অলসতা, কুসঙ্গ হইতে সর্ব্বদা দূরে দূরে থাকিবে। * বান্দা হইয়া যদি বন্দেগী করিতে না পারি, তবে এ জীবনের আবশ্যকতা কী? * দানকে অবহেলা করলে দাতার অসন্তোষ ভাজন হতে হয়। * চরিত্রই প্রধান এবাদত। * যেখানে আমিত্ব বিদ্যমান সেখানে কৃতকার্য্য সময়সাপেক্ষ। * তোমার বস্তু, তুমি যেরূপে গড়াবে, সেইরূপ গড়বে। * ব্যয়কে পরিমিত ক’রো। * সকল অবস্থায় নফ্সকে দমন রাখিবে। খোদার উপর দৃঢ় বিশ্বাস রাখিবে। * অর্থ আবশ্যক বটে; কিন্তু কেবল অর্থ মানুষকে শান্তি দিতে পারে না। * যতই সৃষ্টকে ভালবাসিবে ততই স্রষ্টার অনুগ্রহ ভাজন হইবে।
( বি.দ্র. লেখকের বানান হুবহু রাখা হয়েছে।)।