১.ঈমান একটি শক্তি বিশেষ এবং শরিয়ত উহার ফল স্বরূপ।
২.প্রকৃতি আশেকের শিক্ষা ক্ষেত্র।
৩.মানসিক শিক্ষার সহিত আধ্যাত্মিক শিক্ষাও আবশ্যক।
৪.যাঁহার আমিত্ব-জ্ঞান যত প্রবল, তিনি অপরকে তত তুচ্ছ মনে করেন।
৫.মছিবতকে মঙ্গলপ্রসূ মনে করিবে।
৬.অপরের জন্য একাধারে যে কষ্ট সহ্য করে, তাহার স্থান অতি উচ্চ।
৭.সুযোগের জন্য প্রতীক্ষা না করিয়া, সুযোগ পয়দা করিয়া লইবে।
৮.পরমাত্মা-জ্ঞানের তিনটি সোপান চিত্তশুদ্ধি, প্রেমোদ্ভাস ও সাযুয্যলাভ।
৯.সাংসারিক মায়া অত্যধিক হলে আমাদের জীবন-তরণী ডুবতে থাকে।
১০.পরীক্ষাই কৃতকার্যতার অগ্রদূত।
১১.অভাব মোচনের জন্য পরিমিত উপার্জনের চেষ্টা করা কর্তব্য।
১২.ধনের অপরিমিত লিপ্সা মানুষের ঈমানকে বিনষ্ট করে।
১৩.প্রকৃতপক্ষে বিপদণ্ডআপদ আল্লাহর করুণা-মূলক শাসন।
১৪.যাহারা পাপকে লঘু মনে করে, তাহাদের পাপ মার্জিত হয় না।
১৫.দুইটি বস্তু মানুষকে বিনাশ করে সম্মানের লিপ্সা ও দরিদ্রতার ভয়।
১৬.বিজ্ঞান স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে।
১৭.ধনের কার্পণ্য করাও যেমন দোষণীয়, ধনকে অযথা লুটানও সেইরূপ দোষণীয়।
১৮.মাতৃভাষাতে যতই অধিকার জন্মিবে, শিক্ষার ততই পূর্ণতা হইবে।
১৯.মুসলিম বলিতে ত্যাগী মানব বুঝায়।
২০.সাহিত্য সকল সভ্য জাতিরই সাধারণ সম্পত্তি।
২১.সুনীতি অর্জ্জন এক দিনের কার্য নহে, উহা অভ্যাসের ফল।
২২.শিক্ষার দ্বারা জ্ঞান ও চরিত্রের বিকাশ হয়।
২৩.প্রত্যেকের বিবেক সৎ অসৎ নির্দেশ করে।
২৪.ক্ষমাশীলের পুরস্কার প্রভুত।
২৫.আমি ঋণকে বড়ই ভয় করি। উহাতে মনের শান্তি নষ্ট করে।
২৬.কেবল টাকা রোজগার করাই জীবনের উদ্দেশ্য নহে। ধন ভীষণ পরীক্ষার বস্তু।
২৭.ইহলোক ও পরলোক বিভিন্ন নহে একই লোকের ক্রমিক প্রসার।
২৮.প্রতিদিন শয়নকালে খতিয়ে দেখবে, কতটি প্রাণীকে সন্তুষ্ট করিতে পারিয়াছ।
২৯.যতই তুমি নিজকে নত করবে, ততই খোদা তোমাকে উন্নত করতে থাকবেন।
৩০.মানুষ যতই অন্তরায়কে অতিক্রম করবে, ততই শান্তির অধিকারী হবে।
৩১.জীবন মৃত্যু সমভাবে দেখিবে, উভয়ই মহাপ্রভুর দান।
৩২.বেশি কঠোরতার ফল অনেক সময় অমঙ্গল হয়।
৩৩.অলস জীবন খোদার পরিত্যাজ্য।
৩৪.শত আপদ বিপদের মধ্যে ছবর এক্তেয়ার করিও।
৩৫.দেশকে ধন্য করতে হবে শিক্ষা, সততা ও ধর্মবলে।