আল্লাহতায়ালার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, যা সামাজিক ও প্রচারশীল। ব্যক্তিজীবনে ইসলামের অনুসরণের পাশাপাশি সামাজিক জীবনে ইসলামের সামাজিক অনুশীলন নিশ্চিতকরণ মুসলমানের অপরিহার্য দায়িত্ব। একজন মানুষের ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবনে দাওয়াতি কাজ করা অপরিহার্য কর্তব্য। আল্লাহতায়ালা বলেন, ‘তারা এমন লোক, যাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করলে সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজে নিষেধ করবে। আর সব কাজের চূড়ান্ত পরিণতি আল্লাহর অধীনে।’ (সুরা হজ : ৪১)।
দাওয়াতি কাজ ফরজ : মহান আল্লাহ মানবজাতির জন্য দাওয়াতি কাজ ফরজ করেছেন। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে, যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজে নিষেধ করবে। তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান : ১০৪)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হেকমত ও সদুপদেশ দ্বারা। তাদের সঙ্গে তর্ক করবেন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব তার পথ ছেড়ে কে বিপথগামী হয়েছে, সে সম্বন্ধে বেশি জানেন এবং কারা সৎপথে আছে, তাও তিনি ভালোভাবেই জানেন।’ (সুরা নাহল : ১২৫)।
আল্লাহর কাছে সর্বোত্তম কাজ : আল্লাহর পথে আহ্বান করা সর্বোত্তম ইবাদত। পবিত্র কোরআনে এসেছে, ‘তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকাজ করে। আর বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।’ (সুরা ফুসসিলাত : ৩৩)।
অন্ধকার থেকে আলোর পথ দেখায় : পবিত্র কোরআনে এসেছে, ‘এ কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষদের তাদের রবের অনুমতিক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে- পরাক্রমশালী, সর্বপ্রশংসিতের পথে।’ (সুরা ইবরাহিম : ১)।
নবী-রাসুলের দায়িত্ব পালন : পৃথিবীর ইতিহাসে নবী-রাসুলগণ মানুষকে আল্লাহর ইবাদত করার এবং অবাধ্যতা থেকে বিরত থাকার জন্য আমৃত্যু আহ্বান জানিয়েছেন। রাসুল (সা.)-কে প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয় আমি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে আপনাকে সত্যসহ পাঠিয়েছি। আর এমন কোনো উম্মত নেই, যার কাছে গত হয়নি সতর্ককারী।’ (সুরা ফাতির : ২৪)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘তারা আল্লাহর বাণী প্রচার করত, আর তাঁকে ভয় করত। আল্লাহকে ছাড়া অন্য কাউকেও ভয় করত না। আর হিসাব গ্রহণকারীরূপে আল্লাহই যথেষ্ট।’ (সুরা আহজাব : ৩৯)।
শ্রেষ্ঠ উম্মতের আমল : দাওয়াতি কাজ নবী-রাসুলদের কাজ। যেহেতু বর্তমানে নবী-রাসুলগণ নেই, সে হিসেবে এ কাজ তাদের ওয়ারিসদের। যারা দাওয়াতের মতো সর্বোত্তম কাজকে আঞ্জাম দেবে, তারাই শ্রেষ্ঠ জাতি। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানবজাতির জন্য যাদের বের করা হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দেবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর ওপর ঈমান আনবে।’ (সুরা আলে ইমরান : ১১০)।