ঢাকা ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সুফিকোষ

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বাণী

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বাণী

১.আয়াস, বাবুগিরি, অলসতা, কুসঙ্গ হইতে সর্ব্বদা দূরে দূরে থাকিবে। ২. বান্দা হইয়া যদি বন্দেগী করিতে না পারি, তবে এ জীবনের আবশ্যকতা কি? ৩. চরিত্রই প্রধান এবাদত। ৪. যেখানে আমিত্ব বিদ্যমান সেখানে কৃতকার্য্য সময়সাপেক্ষ। ৫. দুঃখের নিঃশ্বাস ত্যাগ করিবে না। ৬. খোদার উপর ও তাঁর হাবিবের উপর অটল ভক্তি রাখবে। ৭. ব্যয়কে পরিমিত করিবে।

৮. যতই তুমি নিজকে নত করবে, ততই খোদা তোমাকে উন্নত করতে থাকবেন। ৯ মানুষ যতই অন্তরায়কে অতিক্রম করবে, ততই শান্তির অধিকারী হবে। ১০. কর্মস্রোতকে সংযত করা সহজতর কিন্তু চিন্তাস্রোতকে সংযত করা বড়ই কঠিন। ১১. চিন্তাস্রোতের নিয়ন্ত্রণের নামই তাছাউফ। ১২. জীবন মৃত্যু সমভাবে দেখিবে, উভয়ই মহাপ্রভুর দান। ১৩. বেশি কঠোরতার ফল অনেক সময় অমঙ্গল হয়। ১৪. শত আপদ বিপদের মধ্যে ছবর এক্তেয়ার করিও। ১৫. প্রতিদিন শয়নকালে খতিয়ে দেখবে, কতটি প্রাণীকে সন্তুষ্ট করিতে পারিয়াছ। ১৬. কেবল টাকা রোজগার করাই জীবনের উদ্দেশ্য নহে। ধন ভীষণ পরীক্ষার বস্তু। (লেখকের বানান অবিকৃত রাখা হয়েছে।)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত