পবিত্র কোরআন ও হাদিসে মোমিন বান্দার গুণাবলি বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে মোনাফিকের আলামতও।
কোরআন ও হাদিসে বর্ণিত মোমিনের গুণাবলি গ্রহণীয় ও অনুসরণীয়। পক্ষান্তরে মোনাফিকের আলামত বর্জনীয়।
নিচে কোরআন ও হাদিস থেকে নেয়া মোমিন বান্দার ১৬টি গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা হলো : ১. যারা আল্লাহ ও রাসুলের প্রতি দ্বিধাহীনচিত্তে বিশ্বাস পোষণ করেন। ২. যারা তাদের মাল ও জান দিয়ে সর্বদা আল্লাহর পথে জিহাদ করেন। ৩. যারা সালাতে গভীরভাবে মনোযোগী হন। ৪. যারা অনর্থক ক্রিয়া-কলাপ থেকে বিরত থাকেন।
৫. যারা নিয়মিত জাকাত দেন। ৬. যারা নিজেদের যৌনাঙ্গের হেফাযত করেন। ৭-৮. যারা আমানত ও অঙ্গীকার রক্ষা করেন।
৯. যারা তাদের সালাতের যথাযথ হেফাজত করেন। ১০. যারা অন্য মুসলিমের প্রতি জুলুম করেন না। ১১. তাকে লজ্জিত করেন না। ১২. যারা অন্য মুসলিমের সাহায্যে থাকেন।
১৩. যারা অন্যের দুঃখ-কষ্ট দূর করেন। ১৪. যারা অন্য মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখেন।
১৫. যারা ছোটকে স্নেহ করেন ও বড়কে সম্মান করেন। ১৬. যারা সৎকাজের আদেশ দেন ও অসৎকাজে নিষেধ করেন।
নিরেট মোনাফিকের ৪ গুণ : আবদুল্লাহ? ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মোনাফিক।
যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মোনাফিকের একটি স্বভাব থেকে যায়।
১. আমানত রাখা হলে খেয়ানত করে।
২. কথা বললে মিথ্যা বলে। ৩. চুক্তি করলে ভঙ্গ করে এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। (বোখারি : ৩৩)।