আল্লাহ যাহাকে যাহা দিয়াছেন, তাহাতেই সন্তুষ্ট থাকা উচিত। * ত্যাগ ও শান্তি সমার্থ শব্দ। আত্মত্যাগের ফলেই শান্তি।
* শরীয়ত কেবল বাহ্যিক প্রক্রিয়াতে সীমাবদ্ধ। তরীকত বাহ্যিক প্রক্রিয়া অতিক্রম করিয়া অন্তর্নিহিত প্রেম * বুদ্ধিমত্তা হইতেছে মানুষের জন্য ভালবাসা। * স্বীয় অদৃষ্টকে ধিক্কার দিবেন না। অদৃষ্ট মানবের কৃতকর্মের পুরস্কার বা শাস্তি। * মানুষ দেহ, মন ও আত্মার সমাহার বা সমষ্টি। * ইছলামের নিয়মণ্ডকানুন বিজ্ঞানের যুক্তি সম্মত। * প্রকৃত আলেম তিনি, যিনি রূহানী তথ্যের খবর রাখেন। * আত্মণ্ডজ্ঞান ও পরমাত্মণ্ডজ্ঞান একই জ্ঞানের দুইটি বিভিন্ন অবস্থা। * মানুষের বৈশিষ্ট্য এই যে,তাহার মধ্যে রূহানী শক্তি বিদ্যমান। * দান সম্বন্ধে জাতি ও ধর্ম্মের বিচার করা উচিত নয়।
(লেখকের বানান হুবহু রাখা রয়েছে)।