আপনার সন্তান কি কথায় কথায় মেজাজ দেখাচ্ছে? একেবারেই কথা শুনছে না? বোঝাতে গেলেও তর্ক করে যাচ্ছে? এ অবস্থায় মেজাজ না হারিয়ে তাকে সামলানোর জন্য বেশ কিছু উপায় মেনে চললে সমস্যার সমাধান পাবেন সহজেই। তাহলে জেনে নেওয়া যাক সেই উপায়গুলো। প্রত্যেক বাবা-মায়ের সঙ্গে সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া জরুরি। সবসময়ে তার খুঁত ধরবেন না। তাতে শিশুর মনে ক্ষোভ জমা হতে থাকে। তারই বহিঃপ্রকাশ হতে পারে সন্তানের রুক্ষ আচরণ।
বকুনি না দিয়ে সন্তানের এ ধরনের আচরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। অনেক সময়ে বাচ্চারা তাদের মনের কথা সঠিকভাবে বুঝিয়ে উঠে পারে না। সেই অপারগতা থেকেই তাদের অসহায়ত্ব কাজ করে। এটি ঢাকতেও দুর্বিনীত আচরণ করে ফেলে তারা। আপনার সন্তানও এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, কথা বলে বোঝার চেষ্টা করুন।