ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মা-বাবার ভুলে সন্তান স্বনির্ভর হতে শেখে না

মা-বাবার ভুলে সন্তান স্বনির্ভর হতে শেখে না

শিশুরা মা-বাবার সঙ্গে সঙ্গে থাকতে চাইবে এটা খুব স্বাভাবিকবিষয়। কিন্তু কখনো কখনো এটি অতিরিক্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন আপনার সন্তান একটু বড় হওয়ার পরেও এই ধরনের আচরণ প্রদর্শন করতে থাকে। শিশুরা তাদের মা-বাবার ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার অনেক কারণ রয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ে মা-বাবার কিছু আচরণই দায়ী থাকে। মা-বাবা যে আচরণগুলো ভালো বলে মনে করেন, কিন্তু কখনো কখনো সেগুলোই সন্তানের ক্ষতির কারণ হতে পারে। সব সময় সঙ্গে থাকা : আপনি যদি প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের সুরক্ষায় নিয়োজিত থাকেন, তাহলে সে ছোট ছোট বিষয়েও আপনার ওপরেই নির্ভরশীল থাকবে। নিজেই সমাধান খোঁজার চেষ্টা করার বা নিজের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার পরিবর্তে, সে প্রথমেই সবকিছু ঠিক করার জন্য আপনার কাছে কান্নাকাটি করবে। যদিও সন্তানের পাশে থাকা বা তার বন্ধু হয়ে ওঠা একটি দুর্দান্ত বিষয়, কিন্তু আপনার সন্তানকেও যোগ্য করে গড়ে তুলতে হবে। সমস্যা মোকাবিলা করার মতো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তার ছোট ছোট সমস্যা তাকেই সমাধান করতে দিন, আপনাদের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বাউন্ডারি না থাকা : মা-বাবা ও সন্তানের মধ্যে বাউন্ডারি না থাকলে শিশুরা নিজের অনুভূতি ঠিকভাবে বিকাশ করতে পারে না। তাদের মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে ওঠে যেখানে সবকিছুতেই মা-বাবার কাছ থেকে অনুমোদন চেয়ে নিতে হয়। নিজে থেকে তারা কোনো সিদ্ধান্তই নিতে পারে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত