ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শিশুর ডেঙ্গু জ্বর যেভাবে বুঝবেন

শিশুর ডেঙ্গু জ্বর যেভাবে বুঝবেন

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সাধারণ জ্বর হলেও অনেকে ডেঙ্গু ভেবে বেশি ভয় পাচ্ছেন। বিশেষ করে শিশুর জ্বর হলে মা-বাবা বেশি আতঙ্কিত হচ্ছেন। তবে জ্বর হলেই ভীত হবেন না। হতে পারে তা সাধারণ জ্বর। ডেঙ্গু জ্বর হলে তার কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে। জ্বরের লক্ষণ দেখে বুঝতে পারবেন, সেটি ডেঙ্গু না কি সাধারণ জ্বর। জ্বর হলে এই লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে দেখুন। ডেঙ্গুর লক্ষণ হলে সতর্ক হোন, বিশেষজ্ঞের পরামর্শ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিন- ডেঙ্গুর সাধারণত দুই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে সাধারণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে জ্বর, মাথাব্যথা, চোখব্যথা, গায়ে লাল র‌্যাশ, বমি। সেইসঙ্গে পুরো শরীরে প্রচণ্ড ব্যথা থাকতে পারে। শিশুর জ্বর হলে এ ধরনের লক্ষণ দেখা দিলে সতর্ক হোন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত