ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বার্বি নিয়ে কৌতূহল

বার্বি নিয়ে কৌতূহল

সম্প্রতি বার্বিকে নিয়ে অনেকের আগ্রহই তুঙ্গে। বার্বির নতুন মুভি থেকেই মূলত এই আগ্রহের শুরু। তবে বার্বি তো নতুন কিছু নয়। অনেক আগে থেকেই বার্বি পৃথিবীতে পরিচিত নাম। তবে বার্বির নতুন ট্রেন্ডে অনেকে বার্বি সম্পর্কে অনেক তথ্যই জানেন না। সেসব কিছু তথ্যই জানাব এই লেখায়।

বার্বি একটি পুতুল। ১৯৫৯ সালের ৯ মার্চ রুথ হ্যান্ডলার সর্বপ্রথম বার্বির ডিজাইন করেন। তিনি তার কন্যা বারবারা মিলিসেন্ট রবার্টকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে বার্বির ডিজাইন করে। বার্বিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম খেলনা যার মধ্যে প্রাপ্তবয়স্ক অবয়ব রয়েছে ও প্রচুর পরিমাণে তা উৎপাদন করা হয়। বারবারা থেকেই সংক্ষিপ্ত নামকরণ বার্বির। এই পুতুলের নিজস্ব জন্মদিনও রয়েছে। রয়েছে নিজস্ব নাম। যেন আসলেই একজন মানুষ। সেভাবেই বার্বির জন্মদিন উদযাপনও করা হয়। বার্বি ১৯৫৯ থেকে এ পর্যন্ত এক বিলিয়নের বেশি বার্বি পুতুল বিক্রি হয়েছে। কিন্তু বার্বির জনপ্রিয়তার হিসেব কিন্তু কম নয়। ১৫০টির বেশি দেশে এই পুতুল পাওয়া যায়। ম্যাটেল অবশ্য বিক্রির সঠিক তথ্য প্রকাশ করে না। তবে অনেকে ধারণা করেন প্রতি সেকেণ্ডে অন্তত তিনটি বার্বি পুতুল বিক্রি হয়। হিসেবটা কম নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত