নো মেকআপ লুক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রুমানা ইসলাম
আপনি মেকআপ করবেন কিন্তু তা দেখে বোঝা যাবে না। বেশ লম্বা সময় ধরেই বিউটি ওয়ার্ল্ডে মোস্ট হাইপড ট্রেন্ডিং নো মেকআপ লুক।
নো মেকআপ লুক ক্রিয়েট করতে এতটাই মিনিমাল মেকআপ করা হয় যে এক পলক দেখলে মনে হবে ত্বকের নিজস্ব আভাই এটি। ছোটখাটো অনুষ্ঠান হোক বা কলেজ, অফিস, সবক্ষেত্রেই এই নো- মেকআপ লুক চলে। সব ধরনের পোশাকের সঙ্গে মানানসই তো বটেই। কম মেকআপ সামগ্রী ব্যবহার হওয়ায় ত্বক তাড়াতাড়ি ঘামে না, তাই প্রচণ্ড গরমেও মেকআপ ঘেটে হবার কোনো সম্ভাবনাই নেই। এজন্যইতো নো মেকআপ লুক গরমের আদর্শ। তবে বলতে যতটা সহজ বাড়িতে বসে নো মেকআপ লুকটা প্রোপারলি ক্রিয়েট করা কিন্তু ততটা সহজ নয়। এজন্য আছে বেশ কিছু টেকনিক। যেমন- নো মেকআপ লুকের ক্ষেত্রে ফাউনডেশনের বদলে বরং বিবি বা সিসি ক্রিম ব্যবহার করে হালকা বেস করতে হয়। আর যদি ফাউনডেশন ব্যবহার করতেই চান তা হলে অবশ্যই ন্যাচারাল শেডের ফাউনডেশন খুব হালকা ব্যবহার করুন। ফাউন্ডেশন সেট করার জন্য মুখে পাউডার তো মাখতেই হবে।
নো মেকআপ লুকের ক্ষেত্রে আইব্রো আঁকলেও যাতে একটুও বোঝা না যায়, সেজন্য আইব্রো জেল বা পাউডার ব্যবহার করা ভালো। তবে এই লুকে কাজল বা আইলাইনের ব্যবহার কখনই করা উচিত না। বরঞ্চ চোখে শুধুমাত্র মাস্কারা লাগালে চোখ বড় ও সুন্দর দেখাবে। নো মেকআপ লুকে অ্যাইশ্যাডোর ব্যবহার হয় না। তবে চোখের কোনো ঢার্ক লাইন ঢাকতে যদি আইশ্যাডো লাগাতে হয় তা হলে লাইট ব্রাউন কিংবা হালকা গোল্ডেন টাচ রয়েছে এমন কোনো আইশ্যাডো বেছে নিতে হবে। একদম লাইট পিঙ্ক লিপস্টিক বা শুধুমাত্র লিপ টিন্ট আর গালে হালকা মুস ব্লাশের ব্যবহার আপনার নো মেকআপ লুককে আরও আকর্ষণীয় করে তুলবে।